বন্ধ হয়ে গেল ৯৯ টাকার রিচার্জ প্ল্যান। যার কারনে মধ্যবিত্তের মাথায় হাত পড়লো । দেখে নিন কোন রিচার্জে বেশি লাভবান হওয়া যায়। Mobile Recharge plan

বর্তমান সময়ে দাঁড়িয়ে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া বেড়েই চলেছে আর তার সাথে সাথে বাড়ছে মোবাইল ফোনের রিচার্জ এর দামও। আর ঠিক এই কারনেই গত বছরের দ্বিতীয়ার্ধে সমগ্র দেশ জুড়ে গুঞ্জন উটেছিল যে, এদেশের বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে।

তবে এর মধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে Bharti AirtelJio. দুটো কোম্পানিই তাদের Minimum Recharge Plan এর দাম বাড়িয়ে দিয়েছে। তার জন্য সেই সমস্ত লোকেদের মাথায় হাত পরবে যারা শুধু মাএ মোবাইল ফোনের সিম চালু রাখতে চান। কিন্তু Airtel সংস্থার পক্ষ থেকে আরও ৭টি সার্কেলে ৯৯ টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়া হচ্ছে।

মুকেশ আম্বানির Jio তরফে নিয়ে আসা হল বাম্পার এক নতুন অফার l এবার এক রিচার্জেই চলবে একাধিক ফোন l  Jio Special Offer

এর পরিবর্তে নতুনভাবে ১৫৫ টাকার প্ল্যান আনছে Airtel. এদিকে জিও ও তাদের Minimum Recharge এর দাম বাড়িয়েছে। জদিও জিও এর Minimum Recharge ১০০ টাকার উপরেই ছিলো তবে জিও ফোন গ্রাহকদের কম দামে ভালো রিচার্জ প্লান ছিলো, এবার সেই দাম ও বাড়তে চলেছে।

★Airtel Minimum Recharge Plan:

Airtel এর ১৫৫ টাকার প্ল‍্যানের মেয়াদ ২৪ দিন। এতে 1 GB Internet Data পাওয়া যাবে। এর সাথেই Unlimited Voice Calling পাবেন এই প্ল‍্যানে। এই প্ল্যানে ৩০০টি SMS মাসে পাঠাতে পারবেন এয়ারটেলের গ্রাহকেরা। গতবছর নভেম্বর মাসে Airtel হরিয়ানা এবং ওড়িশায় এই দুটি Circle-এ ন্যূনতম মাসিক রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়েছে।

বর্তমানে তামিলনাড়ুর ৫টি শহর, কোয়েম্বাটোর, হোসুর, মাদুরাই এবং ত্রিচির মতো বড় শহরে Airtel 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। এবার এয়ারটেলের তরফে জানা গিয়েছে, যারা 4G পরিষেবার মধ্যে বর্তমানে রয়েছেন, তারাও Update করে 5G পরিষেবা, ওই একই অফারের মধ্যে পেয়ে যাবেন।

উচ্চ মাধ্যমিক পাশে Jio কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নেওয়া হচ্ছে। মাসিক বেতন ৩০,০০০ টাকা। jio job 2023

সকলেরই হয়তো মনে আছে টেলিকম অথরিটির নির্দেশে যখন লাইফ টাইম ভ্যালিডিটি উঠে গেল, তখন মাত্র ৩৭ টাকার Minimum Recharge এই সারামাসের ভ্যালিডিটি ও ৩৫ টাকা টকটাইম মিলতো, আর এখন সেই দাম ৪৯ টাকা, ৭৯ টাকা, ৯৯ টাকায় বাড়তে বাড়তে এবার ১৫৫ টাকায় গিয়ে পৌছলো। এবং শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকে এই দাম ১৯৯ টাকা হতে পারে।

wriiten by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment