আপনি কি বহুদিন যাবত কোন ভাল চাকরির খোঁজে রয়েছেন। তাহলে এই প্রতিবেদনটি শুধু আপনার জন্যই কেনোনা রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারো দারুন একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা কেনোনা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত Metro Rail পরিষেবার পক্ষ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদেই কর্মী নেওয়া হবে। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নিয়োগের আবেদন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত খুটিনাটি সম্পর্কে।
★যে সমস্ত পদে কর্মী নেওয়া হবেঃ
এই নিয়োগে একই সঙ্গে মোট চার ধরনের পদেই কর্মী নেওয়া হবে।
- ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার।
- এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।
- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই চারটি পদের অধীনে সব মিলিয়ে 27 টি পদ রয়েছে।
★বয়সসীমাঃ
এই নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদের ক্ষেত্রে বিভিন্ন রকমের বয়স সীমা রাখা হয়েছে। কিন্তু
সেক্ষেত্রে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 55 বছর,। এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়স সীমা 50 বছর,। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়স সীমা 45 বছর। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 40 বছর।
★শিক্ষাগত যোগ্যতাঃ
এই নিয়োগে কাজের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি/ ডিপ্লোমা করে থাকলে এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।
★মাসিক বেতনের পরিমানঃ
প্রত্যেকটি পদ অনুযায় বেতন পরি কাঠামো ভিন্ন ভিন্ন ধরনের চলুন দেখে নেওয়া যাক কোন পাদের জন্য কত বেতন রাখা হয়েছে। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 1,40,000/- টাকা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 85,000/- টাকা, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 65,000/- টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 50,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি:
এই নিয়োগে কাজের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন সবার প্রথমে।
- তারপর নোটিফিকেশন নম্বর সিলেক্ট করতে বলবে -BMRCL/HR/0009/PRJ/2023 এটি সিলেক্ট করুন।
২) যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম সিলেক্ট করে নিন।
৩) পরবর্তী নতুন যে পেগ খুলবে সেখানে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিতে হবে।
৪) নিজের নাম, অভিভাবকের নাম (বাবা ও মায়ের নাম), ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দেবেন।
৫) আরো কয়েকটি ধাপ অনুসরন করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন
★আবেদনের শেষ তারিখঃ
আগামী 20 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
written by- Dulal Roy