কেন্দ্রীয় মোদী সরকারের তরফে প্রায় অনেক আগেই বাংলায় অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য যে বৃত্তি চালু রাখা হয়েছিল অর্থাৎ (প্রথম থেকে অষ্টম) শ্রেনী পর্যন্ত যে স্কলারশিপ চালু ছিল তা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই এবার সেই স্কলারশিপ বা বৃওি কে চালু রাখতে গত বৃহস্পতিবার একটি সভা থেকে চালু করবেন বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।
ওই দিন তিনি আরো বলেন যে বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের কোনোরাকম ভয় পাবার কারণ নেই। কেননা দিদি রয়েছেন, সবার সব রকমের সমস্যার পাশে দাড়িয়ে মোকাবিলা করার। তাই তিনি এদিন আশ্বাস দিলেন যে বাংলার সমস্ত ওবিসি (OBC) ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে ভাতা বা বৃত্তি (Scholarship) দেবে। আর যেই বৃত্তি এবং স্কলারশিপের কথা তিনি ঘোষণা করলেন তার একটি নামও রেখৈ দেন আর সেটা হলো – “মেধাশ্রী”।
এই স্কলারশিপে আবেদন করলেই পাওয়া যাবে নগদ 50 হাজার টাকা। কোন স্কলারশিপ এবং কি ভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। Laduma Dhamecha Yuva Scholarship 2023
গত বৃহস্পতিবার আলিপুরদুয়ারের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা ব্যানার্জি বলেন,যে ‘ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার OBC স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। তাই এবার আমরা রাজ্য সরকারের তরফেই তাদের স্কলারশিপ দেওয়া হবে, এছাড়াও আমরা এবার থেকে রাজ্যের সমস্ত OBC পড়ুয়াদের স্কলারশিপ দেবো মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে।
বর্তমান সময়ে রানিং থাকা শিক্ষাশ্রীর মতনই এবার এই সরকারি প্রকল্পের আওতার মধ্যমেই এবার থেকে এই মেধাশ্রী scholarship দেওয়া হবে। এবং কেন্দ্রীয় সরকার স্কলারশিপ বন্ধ করে দিলেও কারো পড়াশোনা থেমে থাকবে না এবার রাজ্য সরকারই চালাবে এই স্কলারশিপের ভরণপোষণ। কেন্দ্রের সরকারকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কাউকে কুকুর বলছি না। তবে বাংলায় একটা প্রবাদ রয়েছে।
কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?” পাশাপাশি এদিন বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দোপাধ্যায়। প্রসঙ্গত, শিক্ষা থেকে বৃত্তির জন্য কেন্দ্রের তরফে লাগাতার বরাদ্দ কমানো নিয়ে জাতীয় স্তরে অসন্তোষ প্রকাশ করেছে শিক্ষকদের সংগঠনও।
ফিলিপস স্কলারশিপে আবেদন করলেই পাওয়া যাবে নগদ ৫০ হাজার টাকা l জানুন আবেদন পদ্ধতি l Philips Scholarship 2023
এছাড়াও এই দিনের সভা থেকে সরাসরি চ্যালেঞ্জ ও ছুঁড়ে দেন, এবং মুখ্যমন্ত্রী এটাও বলেন যে, সমস্ত OBC ছেলেমেয়েরা পড়াশুনা করবে, বড় হবে—আমরা সবাই এটা চাই। তবে এই ব্যাপারে ওরা যদি টাকা না দিতে চায় তা হলে না দিক। আমরা চালিয়ে যাব।
এমনকি বর্তমানে আমরা রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, বিবেকানন্দ scholarship টাকা দিই, এবার OBC ছেলেমেয়েদেরও টাকা দেবো। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে দিল্লি যদি টাকা না দিতে চায়, তাহলে এখান থেকে ওরা কীভাবে টাকা নিয়ে যায়, সেটাও দেখা হবে এবার।
written by Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।