চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শুরু হতে চলেছে এবারের অর্থাৎ ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা, আর এই মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনরকম কোন বিভ্রান্তির সৃষ্টি না হয় সেই কারনেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নানা রকমের সুব্যবস্থা করা হয়েছে যাতে করে এই পরীক্ষা চলাকালীন কোনরকম কোন সমস্যার সৃষ্টি না হয়।
এই প্রেক্ষিতেই আরো অনেক নিয়ম কানুনও জারি করা হয়েছে। তো চলুন এবার সেই নিয়ম কানুন গুলি সম্পর্কে একে একে জেনে নেওয়া যাক।
মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড সমস্ত ছাত্রছাত্রীদের কবে থেকে দেওয়া হবে। জানালো মধ্যশিক্ষা পর্ষদ। Madhyamik admit card 2023
★মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম কানুন গুলি দেখে নেওয়া,য়াকঃ
চলতি মাসের ২৩শে ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষা। তবে এই মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে, অবশ্যই তার নতুন নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উচিত।
১) এই পরীক্ষা হবে ৩ ঘন্টা ১৫ মিনিটের। ১১ টা ৪৫ মিনিট থেকে ৩ টে অবধি পরীক্ষা হবে। ১১ টা ৪৫ মিনিটে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র দেওয়া হবে। ১১.৪৫ থেকে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র দেখে নেওয়া ও লেখার জন্য প্রশ্ন বাছাই করবে পারবে।
২) বেলা ১২ টার সময় ছাত্রছাত্রীদের উত্তরপত্র দেওয়া হবে। উত্তরপত্র পাওয়ার পর অ্যাডমিট থেকে দেখে দেখে নাম, রোল নং এবং রেজিষ্ট্রেশন নং নির্দিষ্ট স্থানে সতর্কভাবে লিখতে হবে।
৩) প্রথম পাতায় যাবতীয় ডিটেইলস লেখা হয়ে যাবার পর পরের পাতা থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে উত্তর লেখা শুরু করতে হবে।
৪) ২ টা ৪৫ মিনিটে পরীক্ষা শেষের একটি ওয়ার্নিং বেল দেওয়া হবে।
৫) সমস্ত উত্তর লেখার পর সবগুলো সঠিক কিনা দেখে নিতে হবে।
৬) প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে ঢুকতে হবে।
৭) পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে ঢোকার পর কিছুক্ষণ শান্ত হয়ে বসতে হবে, যার ফলে পরীক্ষা দেবার সময় কোনোরকম মানসিক চাপ আসবে না। পরীক্ষার হলে কোনও প্রকার অসৎ উপায় অবলম্বন করা যাবে না। কারণ, অসৎ উপায় অবলম্বন খরতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা ক্যানসেল হয়ে যেতে পারে।
মাধ্যমিক ২০২৩ এর গণিত সাজেশন l নিশ্চিত কমন পেতে। এক্ষুনি জেনে নিন বিস্তারিত l Madhyamik Math Suggestion 2023
★যে সমস্ত জিনিস নিয়ে যেতে হনে পরীক্ষা কেন্দ্রে:-
১) পরীক্ষার্থীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
২) বেশ কয়েকটি কালো ও নীল বলপেন। সেগুলিতে যেন পর্যাপ্ত কালি থাকে। এরই সাথে পেনসিল বক্সে পেনসিন, রবার, সার্পনার ভরে নিতে হবে। স্কেলও নিতে হবে।
৩) স্বচ্ছ জলের বোতল। চার, স্বচ্ছ বোর্ড।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।