Life Insurance Corporation of India– তার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে একটি বিশেষ স্কলারশিপের্ প্রকল্প সামনে এনেছে। LIC HFL Vidyadhan Scholarship প্রোগ্রামটি হল একটি বার্ষিক স্কলারশিপ। এই প্রকল্প LIC কর্তৃক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি স্কলারশিপটি সেই সকল ভারতীয় পড়ুয়াদের দেওয়া হয় যাদের বয়স প্রতিষ্ঠানে ভর্তির সময়ে ৩৫ বছরের নিচে থাকে।এই স্কলারশিপে আবেদন করার জন্য শেষ তারিখ থাকে প্রতি বছরের জুন মাসে।
LIC of India এই প্রকল্পটি সেই সব শিক্ষার্থীদের জন্য এনেছে, যারা সম্প্রতি দশম শ্রেণি পাশ করেছে। LIC সংস্থা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটি নতুন বৃত্তির সুযোগ তৈরি করেছে।সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই স্কলারশিপটি PG স্তর পর্যন্ত দেওয়া হয়ে থাকে। যার ফলে শিক্ষার্থীরা তাদের আর্থিক অবস্থার কথা চিন্তা না করে সুষ্টভাবে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে সমস্ত স্কুল শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা জাড়ি। সার্ভিস বুক বাঁচাতে মানতেই হবে এই নিয়ম। WBBSE New Guideline
LIC HFL Vidyadhan Scholarship-এর সুবিধা :
PG ২০২৩-এর জন্য LIC HFL Vidyadhan Scholarship-এই স্কিমটিতে ২০,০০০ টাকার স্কলারশিপ প্রদান করবে। এই স্কিমটি ২ বছরের জন্য উপলব্ধ রয়েছে। আবার, স্নাতক ২০২৩-এর জন্য LIC HFL Vidyadhan Scholarship এই স্কিমটি ৩ বছরের জন্য দেওয়া হবে। যেখানে প্রতি বছর ১৫,০০০ টাকা পাওয়া যায়। যে সকল আবেদনকারীরা মাধ্যমিক পাশ করেছে তারা LIC HFL Vidyadhan Scholarship ২০২৩-এর অধীনে ২ বছরের জন্য প্রতি বছর ১০,০০০ টাকার বৃত্তি পাবে। এটি একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য উপলব্ধ থাকে।
PG ২০২৩-এর জন্য LIC HFL Vidyadhan Scholarship:
এই স্কলারশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে PG স্তরে নাম নথিভুক্ত থাকতে হবে। নাম নথিভুক্ত থাকলেই তারা আবেদন করতে পারবে। UG স্তরে ছাত্র -ছাত্রীদের কমপক্ষে ৬০ শতাংশ নম্বরও পেতে হবে। পাশাপাশি, তাঁদের পারিবারিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকার কম হতে হবে।
LIC HFL Vidyadhan Scholarship স্নাতক ২০২৩-এর জন্য:
স্নাতক-এর ক্ষেত্রে আবেদনকারীকে দেশের একটি স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ৩-বছরের স্নাতক ডিগ্রির (যেকোনো স্ট্রিমে) প্রথম বছরে অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে। পাশাপাশি, ওই শিক্ষার্থীকে দ্বাদশ পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও, শিক্ষার্থীদের পারিবারিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকার কম হতে হবে।
Kotak Kanya Scholarship 2022 । কোটাক কন্যা স্কলারশিপে আবেদন করলেই রাজ্যের সমস্ত মেয়েরা পেয়ে যাবেন নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা,শীঘ্রই আবেদন করুন।
LIC HFL Vidyadhan Scholarship ২০২৩ মাধ্যমিক পাশদের জন্য:
মাধ্যমিক পাশদের ক্ষেত্রে আবেদনকারীকে দেশের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে। পাশাপাশি, আবেদনকারীকে দশম শ্রেণিতে ৬০ শতাংশের বেশি নম্বর পেতে হবে। এছাড়াও, আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের আয় বছরে ৩ লক্ষ ৬০ হাজার টাকার কম হতে হবে।
LIC HFL Vidyadhan Scholarship আবেদন পদ্ধতি:
ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে প্রথমে তারা LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.lic.housing.com-এ যাবে,পরে হোম পেজে একটি রিওয়ার্ড সেকশন দেখতে পাবে সেখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে স্কলারশিপের পেজ দেখা যাবে, তারপরে অনলাইনে আবেদনের অপশনটি ক্লিক করতে হবে।তখন একটি ফর্ম প্রদর্শিত হবে। সেখানে সমস্ত তথ্য পূরণ করবে এবং তাতে প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে।
written by- subir barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।