পশ্চিমবঙ্গ সরকার বিগত কয়েক বছর ধরে সাধারন জনগনের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যেই জমির মিউটেশন এবং কম্পিউটার খতিয়ান করিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন। তো চলুন সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে মিউটেশন বা খতিয়ান আসলে কী। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই খতিয়ান কী এবং কাকে বলা হয়।
ধরুণ আপনি কারোর কাছ থেকে জমি কিনলেন অথবা বিক্রি করলেন সেক্ষেত্রে দলিলে আপনার নাম তোলার জন্য সঙ্গে সঙ্গে রেকর্ডে ও আপনার নাম আপডেট করতে হয়। এই রেকর্ডে (Land records) নাম আপডেটের প্রক্রিয়াকে মিউটেশন বলা হয়। জমি কেনার সঙ্গে সঙ্গেই জমির মিউটেশন বা রেকর্ড করিয়ে নেওয়া উচিত, কারণ এটি নাম করালে দলিলে জমির মালিক একজন এবং রেকর্ড অনুযায়ী জমির মালিক আর একজন থাকে।
এবার আর ১৮ নয় ১৭ বছর বয়স থেকেই করা যাবে ভোটার কার্ডের জন্য আবেদন। নির্বাচন কমিশনের বড় ঘোষণা । voter id apply under 17
যা পরবর্তীকালে আপনাকে সমস্যায় ফেলতে পারে। যদিও এটি করার কোন সময়সীমা নেই জমি কেনার সঙ্গে সঙ্গে অথবা যত দিন বা যত বছর ইচ্ছা পর আপনি এটি করতে পারেন এবং অনেকে বহু বছর পর জমির মিউটেশন করেন অথবা করেনি না কিন্তু নিজের সুবিধার্থে জমির মিউটেশন (Land records) সবসময় করানো উচিত এবং তাড়াতাড়ি করানো উচিত।
যেকোনো নতুন জমি কেনার আগে বেশ কিছু বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে।
★জমি কেনার আগে অবশ্যই এই নিয়ম গুলি মাথায় রাখতে হবেঃ
যে কেউই জমি কেনার আগে অবশ্যই সেই জমি চেক করুন আপনি যার থেকে জমি কিনছেন তার নাম রেকর্ডে আছে কিনা। যদি তার নাম রেকর্ডে না থাকে তাহলে আগে তাকে জমির মিউটেশন ঠিক করাতে বলুন তারপরই সেই জমি কিনুন।
এছাড়াও জমির দলিলে থাকা দাতার নাম গৃহীতার নাম ঠিকানা, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জোত নম্বর, মোট জমির পরিমান ইত্যাদি ভালো করে দেখে নিন এবং দলিলে জমির যে পরিমাণ লেখা আছে এবং আসল জমি সেই পরিমাণ আছে কিনা সেটাও ভালো করে যাচাই করে নিন।
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
১) banglarbhumi.gov.in ভিজিট করুন তার পর Sign UP এ ক্লিক করুন।
২) এর আপনার সামনে একটা ফ্রম আসবে সেখানে আপনার সমস্ত নথি দিয়ে Submit করুন।
৩) Public Registration সম্পূর্ণ হলে এবার Sign In এ ক্লিক করুন।
৪) Username and Password দিয়ে Sign In করার পর।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হলো গতিধারা প্রকল্প। যেখানে আবেদন করলেই পাওয়া যাবে গাড়ি কেনার জন্য নগদ টাকা। Gatidhara Prakalpa 2023
৫) এরপর Citizen service ক্লিক করুন তারপর Online Application ক্লিক করুন।
৬) এরপর Online Application এর মধ্যে Mutation Application অপশন পাবেন এখানে ক্লিক করুন।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।