সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য আবারো দারুন একটি সুখবর। কেনোনা এবার সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য দারুন এক স্কলারশিপে আবেদনের সুযোগ রয়েছে, আর যেই স্কলারশিপ এ আবেদন করলে পাওয়া যাবে নগদ ৫০,০০০ টাকা পর্যন্ত।
বর্তমান সময়ে দাঁড়িয়ে সারা বিশ্বের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ১৬ শতাংশই ভারতে বসবাসকারী,আর যেখানে কিনা নিম্নবিত্ত শ্রেণীর লোকজনের সংখ্যাই বেশি কারন তারা নিজের এবং পরিবারের পেট চালানোর জন্য তাদের অল্প বয়স থেকেই কাজ শুরু করতে হয় তাই সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে পড়াশুনা করাটা প্রকার বিলাসিতাই মাত্র।
তাই এবার সেই সমস্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই সরকার থেকে যেমন নানান স্কলারশিপ এর ব্যবস্থা রয়েছে তেমনই কিছু বেসরকারি সংস্থা ও বর্তমানে এগিয়ে আসছে এই সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সেরকমই একটি বেসরকারি সংস্থা কর্তৃক আয়োজিত একটি স্কলারশিপ হলো Laduma Dhamecha Yuva Scholarship (লাডুমা ধামেচা যুবা স্কলারশিপ)।
ফিলিপস স্কলারশিপে আবেদন করলেই পাওয়া যাবে নগদ ৫০ হাজার টাকা l জানুন আবেদন পদ্ধতি l Philips Scholarship 2023
এই স্কলারশিপের মাধ্যমে টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে আগে আবেদন করলে আগে সুযোগ। তবে ভারতের একটি বেসরকারি সংস্থা কর্তৃক এই Yuva Scholarship আয়জিত হয়। এর মাধ্যমে যে সমস্ত পড়ুয়ারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হন তারা যাতে শিক্ষা, স্যানিটেশন, পানীয় জল, যুব বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিভিন্ন অ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপগুলিতে সুবিধা নিতে পারে, সেই বিষয়ে কাজ করে থাকে।
★এই স্কলারশিপের আবেদনের জন্য যে সমস্ত যোগ্যতাগুলি থাকতে হবেঃ
১) আপনাকে ১০ ক্লাসের পর JEE/NEET কোচিং করতে হবে।
২) আপনার নাম ইঞ্জিনিয়ারিং/এমবিবিএস প্রোগ্রামের প্রথম বর্ষে নথিভুক্ত থাকতে হবে।
৩) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় আপনাকে ন্যূনতম ৮৫% নম্বর পেতে হবে।
৪) এই স্কলারশিপের জন্য আহমেদাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু এবং দিল্লি এনসিআর-এর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
৫) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৩,০০,০০০ টাকার কম হতে হবে।
৬) Yuva Unstoppable এবং Buddy4Study-এর কর্মচারীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
★বৃত্তির পরিমানঃ-
যোগ্য আবেদনকারীদের এই স্কলারশিপের আওতায় প্রত্যেক বছর ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের LIC of India-দিচ্ছে ২০ হাজার টাকার স্কলারশিপ ! জেনে নিন আবেদন পদ্ধতি │ LIC HFL Vidyadhan Scholarship 2023
★আবেদন প্রক্রিয়াঃ
১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘এখনই আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার নিবন্ধিত আইডি ব্যবহার করে “অনলাইন আবেদনপত্রের পৃষ্ঠা”–তে আবেদন করার জন্য Buddy4Study-তে লগইন করতে হবে।
৪) যদি নিবন্ধিত না থাকে তাহলে আপনাকে আপনার ইমেল/মোবাইল/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-তে নিবন্ধন করতে হবে।
৫) তারপর আপনাকে Laduma Dhamecha Yuva Scholarship আবেদন ফর্মের পেজে পুনঃনির্দেশিত করা হবে।
৬) এরপর আপনাকে ‘Start Application’ অপশনে ক্লিক করতে হবে।
৭) তারপর আপনাকে অনলাইন স্কলারশিপ আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।
৮) এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
৯) শেষে Submit অপশন ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
ওয়েসিস স্কলারশিপ 2023 কি ভাবে আবেদন করবেন এবং শেষ তারিখ কবে জেনে নিন বিস্তারিত l oasis scholarship apply 2023
★প্রয়োজনীয় নথিসমূহঃ
১) শিক্ষার্থীর পূর্বতন ক্লাস বা সেমিস্টার এর মার্কশিট।
২) তাদের ভোটার/ আধার/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স।
৩) পড়ুয়াদের বর্তমান কোর্সে ভর্তির প্রমাণ (ফিস এর রশিদ / ভর্তি পত্র / প্রতিষ্ঠানের পরিচয় পত্র)।
৪) পরিবারের আয়ের প্রমাণ পত্র।
৫) পড়ুয়ার পাসপোর্ট সাইজ ফটো।
৬) শিক্ষাথীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
৭) বাড়ির ছবি PDF।
৮) শিক্ষার্থীর বাড়ির বিদ্যুৎবিল (যেকোনো গ্রীষ্মকালীন মাসের বিল যেমন মার্চ, এপ্রিল, মে মাস)।
৯) পিতামাতার আধার কার্ড (অপশনাল)।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।