পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত কৃষকদের কথা মাথায় রেখেই ভাই সবসময়ই কিছু না কিছু সুবিধা নিয়ে এসে থাকে। আর ঠিক এবারো এগুলির মধ্যে সবথেকে নামকরা প্রকল্পটি হল (Krishak Bandhu Prakalpa) কৃষক বন্ধু প্রকল্প। কিছু দিন পরেই আবারো রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প , যেখানে আবারো নতুন করে সকলেই আবেদন করতে পারবেন এই প্রকল্পে।
পশ্চিমবঙ্গের কৃষকেরা মূলত চার হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন এই Krishak Bandhu Prakalpa এর অধীনে। তবে এই টাকা দুটি কিস্তিতে আসবে প্রত্যেক কৃষকের একাউন্টে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই টাকা কৃষকদের দেওয়া হবে প্রত্যেক কৃষকদের জমির অনলাইন খতিয়ানে থাকা জমির পরিমাণ অনুযায়ী।
পশ্চিমবঙ্গের প্রতিবন্ধীদের জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হল মানবিক প্রকল্প স্কিম, প্রতিবন্ধীরা পাবে মাসিক 1,000 টাকা পেনশন│Manabik Prokalpa Scheme 2023
কৃষকের জমির পরিমাণ ৬ শতক অঅনুদানথবা তার কম হলে তারা ৪০০০ টাকা অব্দি অনুদান পেয়ে থাকেন। আবার যাদের জমির পরিমাণ এক একর কিংবা তারও বেশি তারা দশটাকা পেয়ে থাকেন। এছাড়া এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মৃত্যু হলে তার আইনসম্মত উত্তরআধিকারী দু লক্ষ টাকা অব্দি ক্ষতিপূরণ পেতে পারেন।
★কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দেখে নিনঃ
যে সমস্ত কৃষকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং তাদের নিজস্ব জমি রয়েছে শুধুমাত্র তারাই এই প্রকল্পের (Krishak Bandhu Prakalpa) জন্য আবেদন করতে পারেন। তবে যদি পরিবারের একাধিক সদস্য আবেদন করেন, সেক্ষেত্রে সেই সদস্যের ও নিজের নামে নিজস্ব জমি থাকা আবশ্যক।
এছাড়াও কার্যকরী PM কিষণ সম্মান নিধির অধীনে যেসমস্ত কৃষকদের নাম নথিভুক্ত তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে এখানে একটা বড় বিসয় হল যে,যে ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন সেই ব্যক্তির কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কোনরকম সরকারি চাকরি করলে হবে না।
★দুয়ারে সরকারে ক্যাম্প থেকে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজনঃ
এবার প্রবীণ নাগরিকদের জমার সীমা বেড়ে হল ৩০ লক্ষ টাকা, জানুন বিস্তারিত│Senior Citizen Savings Scheme 2023
এই প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য যে যে ডকুমেন্ট গুলি লাগবে সেগুলি হল:-
ক)ভোটার কার্ড, খ) সাম্প্রতিক বছরের জমির রেকর্ড, গ) ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস, ঘ) আধার কার্ড। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে শীঘ্রই নিজের নাম নথিভুক্ত করেনিন। এবং এই সুবিধা উপভোগ করুন।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।