Kotak Kanya Scholarship 2022 । কোটাক কন্যা স্কলারশিপে আবেদন করলেই রাজ্যের সমস্ত মেয়েরা পেয়ে যাবেন নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা,শীঘ্রই আবেদন করুন।

রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং মধ্যবিত্ত গরীব ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য এবং ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, বিভিন্ন ধরনের স্কলারশিপের বন্দোবস্ত রয়েছে। তাই এবার রাজ্যের মহিলা শিক্ষার্থীদের জন্য একটি দারুন স্কলারশিপ শুরু হলো আর তা হল কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship) । এই স্কলারশিপে রাজ্যের উচ্চ মাধ্যমিক পাস বা কলেজ পাস ছাত্রীদের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে। 

যাতে তারা উচ্চশিক্ষায় আরো বেশি শিক্ষিত হতে পারে। তবে এই স্কলারশিপ টি শুধুমাত্র মহিলা ছাত্র-ছাত্রীদের জন্যই প্রযোজ্য। তবে রাজ্যের যেসব মেয়েরা উচ্চ মাধ্যমিক পাস করার পর আরও বেশি উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই Kotak Kanya Scholarship এর জন্য আবেদন করতে পারেন। এই স্কলারশিপের  শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হব।  

Kotak Kanya Scholarship 2022 এ আবেদন করতে যে সমস্ত যোগ্যতা থাকতে হবে 

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু শর্তাবলী –

১) আবেদনকারী ছাত্রীর উচ্চ মাধ্যমিক স্তরে ৮৫ শতাংশ নম্বর থাকতে হবে।

২) পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।

৩)  অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

১) উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট।

২) শেষ বছরের পাশ সার্টিফিকেট।

৩) ইনকাম সার্টিফিকেট।

৪)  আধার কার্ড।

৫)  ব্যাংক একাউন্ট।

৬) পাসপোর্ট সাইজ ফটো।

৭) যদি বাবা/মা মারা গিয়ে থাকে তার সার্টিফিকেট।

৮)  কলেজে ভর্তির রশিদ।

৯)  এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট।

১০) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

IOCL Recruitment 2022 । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ১৭৬০ শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কোটাক কন্যা স্কলারশিপে আবেদনের পদ্ধতিঃ

আবেদন করার জন্য প্রথমে Kotak Kanya Scholarship অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে “Apply” ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকা বাধ্যতামূলক। তারপর start application ক্লিক করেআবেদন করতে হবে। সবশেষে Submit প্রথমে ক্লিক করে সাবমিট করতে হবে। আবেদনকারী দের সুবিধার জন্য আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে। ওখানে ক্লিক করেই সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।

Apply Here

Leave a Comment