Jyoti Prakash Scholarship –সময়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সরকারি কিংবা বেসরকারি বলুন বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে । যাতে করে কোনো ছাত্র অথবা ছাত্রীর পড়াশোনায় কোনো আর্থিক অসুবিধা না হয় সেই দিকে খেয়াল করে বিভিন্ন সংস্থা অথবা কেন্দ্রের ও রাজ্যের সরকারেরা তাদের সহায়তা করে থাকে। তারই মধ্যে একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল জ্যোতি প্রকাশ স্কলারশিপ।
এই বিভিন্ন প্রকার স্কলারশিপ এর মধ্যে Buddy4study এর উদ্যোগে জ্যোতি প্রকাশ স্কলারশিপ প্রদান করা হয়। প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার, প্রথম প্রজন্মের শিক্ষার্থী, একক পিতা-মাতার শিশু/সিঙ্গেল মাদার ফাদার এবং ক্রীড়াবিদদের সহায়তা করার জন্য তাদের শিক্ষাগত/খেলাধুলার খরচ মেটাতে এবং তাদের স্বপ্ন পূরণ করতে এই স্কলারশিপ (Jyoti Prakash Scholarship) প্রদান করা হয়ে থাকে ।
যেই সকল পড়ুয়ারা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত অথবা গ্র্যাজুয়েশন করছে অথবা ক্রীড়াবিদ তারা একমাত্র এই জ্যোতি প্রকাশ স্কলারশিপ পেতে পারেন। তবে প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীর জন্য এই জ্যোতি প্রকাশ স্কলারশিপ (Jyoti Prakash Scholarship) এর সুবিধা আলাদা আলাদা।
ট্রান্সজেন্ডার ছাত্র-ছাত্রীদের জন্য জ্যোতি প্রকাশ স্কলারশিপ:
জ্যোতি প্রকাশ স্কলারশিপের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা, যারা স্নাতক বা স্নাতকোত্তর এ পঠরত, তাদের পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর পেয়েছে, বার্ষিক পারিবারিক আয় ৬লাখ টাকার কম, তারা এখানে আবেদন করতে পারবেন। নবম থেকে দ্বাদশ শ্রেণীর বৃত্তি ১৫,০০০ টাকা, স্নাতক ১৮,০০০ টাকা, স্নাতকোত্তর ২৪,০০০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে জুলাই ২০২৩ ।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য জ্যোতি প্রকাশ স্কলারশিপ:
জ্যোতি প্রকাশ স্কলারশিপের অধীনে ৪৪% অক্ষমতা বা তার বেশি নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত, স্নাতক, বা স্নাতকোত্তর, তাদের পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর পেয়েছে, ৬লাখ টাকার কম বার্ষিক পারিবারিক আয়, তারা এটিতে আবেদনযোগ্য। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তি পাবে: ১৫,০০০ টাকা, স্নাতক: ১৮,০০০ টাকা, স্নাতকোত্তর: ২৪,০০০ টাকা, আবেদন জমা দেওয়ার শেষ ৩১শে জুলাই ২০২৩ ।
প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের জন্য
জ্যোতি প্রকাশ স্কলারশিপের অধীনে যেসব শিক্ষার্থীর বাবা-মা নন- গ্রাজুয়েট এবং দৈনিক মজুরি উপার্জনকারী, ড্রাইভার, কৃষক, মালি, প্লাস্টার, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তা প্রহরী তারা নবম থেকে দ্বাদশ, স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীতে পাঠরত, তারা কমপক্ষে ৫৫% অর্জন করেছে। ৬ লক্ষ টাকার কম বার্ষিক পারিবারিক আয়, তারা আবেদন করার যোগ্য। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তি পাবে: ১৫,০০০ টাকা, স্নাতক: ১৮,০০০ টাকা, স্নাতকোত্তর: ২৪,০০০ টাকা, আবেদন জমা দেওয়ার শেষ ৩১শে জুলাই ২০২৩ ।
বাকি রাও প্রায় একই যোগ্যতায় আবেদন করতে পারবেন। প্রত্যেকেরই কমপক্ষে পারিবারিক আয় ৬ লক্ষের কম হতে হবে। যোগ্যতা বিষয়ক আরো তথ্য জানতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। এ স্কলারশিপে আবেদন করতে গেলে আপনাকে Buddy4study এর ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।