2023 এর শুরুতেই Reliance Jio বাজারে আনতে চলেছে এক আকর্ষণীয় এবং দুর্দান্ত আনলিমিটেড প্ল্যান । এই আনলিমিটেড প্ল্যানের অফারটিতে গ্রাহকদের জন্য দারুণ সুবিধা দিচ্ছেন Jio । আনলিমিটেড কলিং এর সাথে অফুরন্ত ডেটার সুবিধাও মিলবে এই প্ল্যানে।
Jio-র এই নতুন আনলিমিটেড প্ল্যানটি সকল Jio সিম ব্যবহারকারী গ্রাহকদের জন্য দারুণ সুবিধাজনক এবং লাভজনক হবে বলে মনে করা হচ্ছে । তাহলে আর দেরি না করে প্ল্যানটির বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ।
মুকেশ আম্বানির Jio তরফে নিয়ে আসা হল বাম্পার এক নতুন অফার l এবার এক রিচার্জেই চলবে একাধিক ফোন l Jio Special Offer
Reliance Jio সংস্থাটি ২০২৩ সালের কথা মাথায় রেখেই ২০২৩ টাকার এই দুর্দান্ত প্ল্যানটি লঞ্চ করেছে তারা। ভরপুর হাই স্পিড ডেটা এবং ৮ মাসের বৈধতার প্ল্যানটি গ্রাহকদের জন্য খুবই উপযোগী প্রমাণিত হতে পারে। SMS, ভয়েস কল, সমস্ত সুবিধাই উপলব্ধ এই প্ল্যানের মধ্যে ।
কি কি সুবিধা মিলবে Jio-র ২০২৩ টাকার প্ল্যানে:
১) মোট বৈধতা: মোট ২৫২ দিন, অর্থাৎ ৮ মাস ১২ দিনের কাছাকাছি।
২) দৈনিক কতটুকু ডেটা পাওয়া যাবে : দৈনিক ২.৫ জিবি, অর্থাৎ মোট ৬৩০ জিবি। এরপর ৬৪ কেবি প্রতি সেকেন্ড গতিতে আনলিমিটেড ডেটা মিলবে।
৩) আর কি কি সুবিধা মিলবে : আনলিমিটেড কল, দৈনিক ১০০টি SMS এর সুবিধা এবং Jio App গুলোর সাবস্ক্রিপশন মিলবে।
বন্ধ হয়ে গেল ৯৯ টাকার রিচার্জ প্ল্যান। যার কারনে মধ্যবিত্তের মাথায় হাত পড়লো । দেখে নিন কোন রিচার্জে বেশি লাভবান হওয়া যায়। Mobile Recharge plan
আপনি কেনই বা করবেন এই প্ল্যান রিচার্জ :
প্রকৃতপক্ষে Reliance Jio-র এই প্ল্যানটি আপনাকে ৮ মাসেরও বেশি সময় সুবিধা দেবে। এক্ষেত্রে প্রতি মাসে মাত্র ২৪০ টাকা রিচার্জ করলেই হয়ে যাবে আপনার । যেখানে বাকিক্ষেত্রে আপনাকে ডেটা বেশি পেতে চাইলে খরচও বেশি করতে হয়, সেখানে এই প্ল্যানে কম মূল্যেই দারুণ সুবিধা পাওয়া যাচ্ছে, তাই আপনাকে অবশ্যই এই আনলিমিটেড প্ল্যানের আনন্দ উপভোগ করা উচিত ।
written by- Subir Barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।