উচ্চ মাধ্যমিক পাশে Jio কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নেওয়া হচ্ছে। মাসিক বেতন ৩০,০০০ টাকা। jio job 2023

দেশের সমগ্র চাকরি প্রার্থীদের জন্য আবার দারুন একটি সুখবর কেনোনা ইতিমধ্যেই দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও কোম্পানির তরফে ৭৭৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগে দেশের ও যেকোনো প্রান্তের চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।

এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে কোন রকম আবেদন ফি জমা করতে হবে না এবং এই কাজ আপনি ঘরে বসেই করতে পারবেন । এই রিলায়েন্স জিও কোম্পানির কাজ যারা করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। তো চলুন আর দেরি না করে এবার জেনে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে।

মুকেশ আম্বানির Jio তরফে নিয়ে আসা হল বাম্পার এক নতুন অফার l এবার এক রিচার্জেই চলবে একাধিক ফোন l  Jio Special Offer

★এই কাজের জন্য মোট শূন্যপদের সংখ্যাঃ

এই নিয়োগ মোট শূন্য পদ রয়েছে ৭৭৮৯ টি।

★যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবেঃ

এই নিয়োগের জন্য মূলত কাস্টমার এক্সিকিউটিভ ফ্রিল্যান্সার পদেই কর্মী নেওয়া হবে।

★শিক্ষাগত যোগ্যতাঃ

এই নিয়োগে কাজের জন্য নূন্যতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।

★বয়স সীমাঃ

১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এ চাকরির জন্য আবেদন করতে পারবেন।

★আবেদন পদ্ধতিঃ

১) সবার প্রথমে এই সাইটে গিয়ে careers.jio.com লিখে সার্চ করতে হবে।

২) তারপর ওয়েবসাইটের পেজে Jio Work From Home Jobs Vacancy 2023 অপশনে ক্লিক করতে হবে।

৩) প্রথমবার সাইটটির ব্যাবহার করলে Registration করতে হবে।

৪) তারপর email id ও পাসওয়ার্ড দিয়ে Login করতে হবে।

৫] এখন Basic Information পেজ খুলে যাবে সেখানে নিজের সম্বন্ধে ১০০ শব্দের মধ্যে নিজের সম্বন্ধে লিখতে হবে। একই সাথে জন্মতারিখ একই, রাজ্য সিলেক্ট করতে হবে। এরপর নিজের Resume আপলোড করে দিতে হবে, খেয়াল রাখতে হবে Resume যেন 2mb-এর বেশি না হয়।

৬) এরপর Preference Information পেজে, আগের জবের এক্সপেরিয়েন্স, আধার কার্ড আছে কি না, কাজের জন্য ভ্রমণ করতে ইচ্ছুক নাকি এসব ডিটেইলস দিতে হবে ও সেভ করতে হবে।

মাসিক ৩০ হাজার টাকা বেতনে ৭৭০০ শূন্য পদে জিও কোম্পানিতে কর্মী নিয়োগ l যোগ্যতা মাধ্যমিক পাস l jio job oppurtunity 2023

৭) এরপর জব সিলেকশন অপশনে গিয়ে Freelancer অপশনে ক্লিক করতে হবে এবং যে রাজ্য ও জেলা থেকে আবেদন করবেন তা সিলেক্ট করতে হবে।

৮) এরপর ফর্মটি ডাউনলোড করে নিজের বায়োডাটা সহ আপলোড করে দিতে হবে।

★বেতন পরিকাঠামোঃ

এই নিয়োগের কাজের জন্য বেতন রাখা হয়েছে ২০০০০ থেকে ৩০০০০ টাকার মধ্যে।

written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment