Jio Christmas Recharge Cashback। Jio দিতে চলেছে ধামাকা  cashback অফার। না দেখলে আপনিও পস্তাবেন ।

Jio Christmas Recharge Cashback :বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের যুগে সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থা গুলির মধ্যে প্রায় সবসময়ই একটা প্রতিদ্বন্দ্বিতার ছবি দেখতে পাওয়া যায়। আর যার কারণেই টেলিকম বাজারে নিজের নিজের নেটওয়ার্ক পরিশেবা কে আরো ভালোভাবে গ্রাহকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি টেলিকম কোম্পানিই প্রায় সারা বছরই  কিছু না কিছু ধামাকাদার অফার নিয়ে আসতে থাকে। আর ঠিক তেমনই এবারের বড়দিনে জিও টেলিকম কোম্পানির পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে কয়েকটি ধামাকাদার অফার, আর যা আপনার ফোনের নাম্বারে এপ্লাই করে রিচার্জ করলেই পেয়ে যেতে পারেন নিশ্চিত ক্যাশ ব্যাক। তবে জিওর এই ধামাকাদার অফারে কত টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে তা জানতে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

★যেই পদ্ধতিতে রিচার্জ করলে এই ক্যাশব্যাক পাওয়া যেতে পারেঃ

বর্তমানে ভারতের দ্রুততম টেলিকম অপারেটর গুলির মধ্যে রিলায়েন্স Jio এগিয়ে রয়েছে। আর যার কারণেই রিলায়েন্স জিও কোম্পানির পক্ষ থেকে ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উপলক্ষে গ্রাহকদের জন্য ধামাকাদার ক্যাশ ব্যাক অফার নিয়ে এসেছে, আর যেই ক্যাশবেক অফারটির

মেয়াদ দেওয়া হয়েছিল 15ই ডিসেম্বর পর্যন্ত। এবং বর্তমানে যেই ক্যাশব্যাক অফারের তারিখ বাড়িয়ে ২৫শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে । আর Reliance জিওর এই অফারটি পাওয়া যাবে 399 টাকার বেশি রিচার্জের ক্ষেত্রেই অর্থাৎ 2,599 টাকা পর্যন্ত রিচার্জেই পাওয়া যাবে এই ধামাকাধার ক্যাশব্যাক অফার। 399 টাকা বা তার বেশি রিচার্জেই Jio 100 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক প্রদান করে থাকে। 399 টাকার ডেটা প্যাকটি 70 দিনের জন্য বৈধ। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1 জিবি করে হাই স্পিড ডেটা পাওয়া যায়।

ভুল করে অন্য UPI-তে টাকা পাঠালে ফেরত পাবেন কিভাবে? বিস্তারিত জানাল RBI

★PhonePe থেকে Jio রিচার্জে পাওয়া যেতে পারে ৪০০ টাকা রিওয়ার্ডঃ

PhonePe থেকে যদি আপনি Jio Recharge করেন, তাহলে প্রথম তিনটি রিচার্জের পর আপনাকে 400 টাকা রিওয়ার্ড দেওয়া হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, একমাত্র PhonePe-র কাস্টমার যদি আপনি আগে থেকেই হন, তাহলেই অফারটি পাবেন। তার জন্য আপনাকে PhonePe মোবাইল অ্যাপ থেকে রিচার্জ করতে হবে। পাশাপাশি আপনাকে এই অফার পেতে অন্তত ১৫২ টাকা বা তার বেশি খরচের জিও প্ল্যান রিচার্জ করতে হবে।

★Amazon থেকে Jio রিচার্জে 50 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবেঃ

আপনি যদি Amazon থেকে Jio Recharge করেন, তাহলে আবার 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে এই অফারটি কেবল মাত্রই Amazon Pay-র নতুন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। যদিও যাঁরা আগে থেকেই অ্যামাজন পে ব্যবহার করে জিও রিচার্জ করতেন, তাঁরা 200 টাকা রিওয়ার্ড হিসেবে পেয়ে যাবেন। তবে তার জন্য অন্তত 199 টাকার জিও প্ল্যান রিচার্জ করতে হবে। সেখান থেকে আপনি পেয়ে যাবেন ক্যাশব্যাক, মানি ট্রান্সফার, ট্রাভেল, ফুড এবং মেডিসিন সহ একগুচ্ছ ভাউচার। এদিকে Paytm ব্যবহারকারীদের জন্য  Jio রিচার্জে রয়েছে ১৫ টাকা ক্যাশব্যাক। যা Paytm-এর নতুন ব্যবহারকারী দের জন্যই প্রযোজ্য । তার জন্য PAYTMNEW কোড ব্যবহার করতে হবে। Paytm-এর বর্তমান ব্যবহারকারীরাও 100 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। তার জন্য PAYTMJIO কোড ব্যবহার করতে হবে। Jio তরফে এক রাউন্ড ট্রিপে 1,000 টাকা এবং Yatra.com-এর মাধ্যমে বুক করা একমুখী দেশীয় অভ্যন্তরীণ ফ্লাইটে 500 টাকা ছাড় দিচ্ছে৷

Leave a Comment