বর্তমান সময়ে সমস্ত নেটওয়ার্ককে পেছনে ফেলে দিয়ে ভারতের টেলিকম বাজারে প্রবেশ করার পর থেকেই মুকেশ আম্বানির jio Reliance 4G পরিষেবা গ্রাহকদের মাঝে একের পর এক বাজিমাত করে চলেছে। আর ঠিক যে কারণেই বর্তমান বাজারে সর্বত্রই ছড়িয়ে রয়েছে জিও নেটওয়ার্ক। আর জিও সিমের রিচার্জ, প্ল্যানের দাম, নেটওয়ার্ক কভারেজ, ও সামগ্রিক পরিষেবা সমস্ত কিছুই অন্যান্য নেটওয়ার্কের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির এই জিও কোম্পানি।
গোটা ভারত, যে দিন বদলের স্বপ্ন দেখছেন জিওর এই পরিষেবা নিয়ে,সেখান থেকে ঠিক কতটা সফল হয়েছে Jio-র এই ৫জি পরিশেবা তা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে,গত অক্টোবরের শুরুর দিকে লঞ্চ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেশের ৫০টিরও বেশি শহরে 5G নেটওয়ার্ক উপলব্ধ হয়েছে।
আর মজার ব্যাপার হল যে, 5G নেটওয়ার্কের স্পিডের নিরিখে ফের নিজের সেরাটা দিয়েছে Jio, যেখানে সংস্থার প্রতিদ্বন্দ্বী Airtel-এর পারফরম্যান্স তুলনামূলকভাবে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। যদিও এক্ষেত্রে উচ্চ মানের স্পেকট্রাম ব্যান্ড ব্যবহারের কারণেই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর তার জায়গা ধরে রাখতে পেরেছে বলে মনে হচ্ছে।
২০২3 সাল থেকেই গোটা দেশে মিলবে জিওর 5G পরিষেবাঃ
বর্তমানে এই মুহূর্তে কলকাতা, দিল্লি, মুম্বাই এবং বারাণসীসহ নির্বাচিত কিছু শহরেই ৫জি সার্ভিস মিলছে। তবে আগামি ২০২৪ সালের প্রথম দিকে অর্থাৎ মার্চের মধ্যেই সমগ্র দেশ জুড়ে এই নেটওয়ার্ক পরিষেবা উপলব্ধ হবে বলে জিও টেলিকম কোম্পানির তরফে জানানো হয়েছে। আর এই পরিষেবার জন্যই বর্তমানে মোবাইল ইউজাররা ৪জি (4G)-এর থেকে ১৬ গুণ বেশি স্পিড পাবেন গ্রাহক রা।
নতুন বছরের শুরুতেই Jio নিয়ে আসতে চলেছে ধামাকা অফার l জলের দামেই মিলবে 5G Jio SmartPhone
Jio এবং Airtel-এর স্পিডের তফাৎঃ
আজকের দিনে দারিয়ে ওকলা (Ookla)-র রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে jioএর ডাউনলোড স্পিড ছিল ৫৯৮.৫৮ Mbps, যেখানে এয়ারটেলের গ্রাহকরা পাচ্ছে ১৯৭.৯৮ Mbps ডাউনলোড স্পিড পেয়েছেন। আবার কলকাতায় জিওর গড় ডাউনলোড স্পিড ৪৮২.০২Mbps থাকলেও, এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ৩৩.৮৩ Mbps পর্যন্ত পাওয়া গেছে।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।