রাজের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারো দারুন একটি সুখবর কেননা ইতিমধ্যেই ঝাড়গ্রাম রূপশ্রী প্রকল্পে একাধিক শূন্য পদে কর্মী নেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে আপনি যদি এই ঝাড়গ্রাম জেলা প্রকল্প চাকরির ব্যাপারে বিশদে জানতে চান তাহলে আপনি একদন সঠিক জায়গায় এসেছেন ।
ঝাড়গ্রাম জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিস রূপশ্রী বিভাগের অধীনে অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর শূন্যপদ নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে অনেক চাকরিপ্রার্থী ঝাড়গ্রাম জেলায় 2023 সালে স্নাতক পাসের চাকরি খুঁজছেন।
তাহলে চিন্তার কোনো কারন নেই কারন আজ আমরা এই প্রতিবেদনে DEO এবং হিসাবরক্ষকদের জন্য সর্বশেষ ঝাড়গ্রাম সরকারি নিয়োগ 2023 বিজ্ঞপ্তি প্রদান করতে চলছি তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত সমস্ত কিছু সম্পর্কে।
মাসিক ১২ হাজার টাকা বেতনে সমগ্র রাজ্য জুড়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস l DEO Job 2023 Nadia
সমস্ত প্রার্থীদের এই ঝাড়গ্রাম রূপশ্রী প্রকল্প ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিবন্ধের সাথে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং অফিসিয়াল নির্দেশাবলী অনুসরণ করুন। এবার দেখে নেওয়া যাক ঝাড়গ্রাম জেলার রূপশ্রী প্রকল্পের যোগ্যতা, বয়সসীমা, বেতন, এবং শেষ তারিখ,ও আরো খুটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ
ঝাড়গ্রাম রূপশ্রী প্রকল্পে মূলত ডাটা এন্ট্রি অপারেটর ও একাউন্টেন্ট পদেই কর্মী নেওয়া হবে।
★শিক্ষাগত যোগ্যতাঃ
হিসাবরক্ষক:
অনার্স সহ বাণিজ্য স্নাতক + কম্পিউটার এমএস অফিসের কাজের জ্ঞান, স্প্রেডশিট ট্যালি এবং উপস্থাপনা প্যাকেজ + যেকোনো সরকারি বা বেসরকারি সংস্থায় ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা।
ডেটা এন্ট্রি অপারেটর:
যেকোনো বিষয়ে স্নাতক + কম্পিউটার এবং এমএস অফিসের কাজের জ্ঞান + টাইপিং গতি 30 wpm + যেকোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 01 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
★বয়স সীমাঃ
এই নিয়োগে কাজের জন্য ইচ্ছুক পার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
★মাসিক বেতনের পরিমানঃ
এই নিয়োগে কর্মরত কর্মীদের মাসিক বেতনের পরিমাণ –
১) ডাটা এন্ট্রি অপারেটরে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
২) একাউন্টেন্ট পদে মোট বেতন দেওয়া হবে ১৫,০০০ টাকা।
রাজ্যের DM অফিসে নতুন স্টাফ নিয়োগ। মসিক বেতন ১৪ হাজার টাকা। আজই আবেদন করুন l WB DM Office job 2023
★নির্বাচন প্রক্রিয়া
হিসাবরক্ষক পদের জন্য প্রার্থীদেরলিখিত পরীক্ষা – 50 নম্বর (সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ মানসিক ক্ষমতা, পাটিগণিত, ইংরেজি এবং অ্যাকাউন্টেন্সি) ,কম্পিউটার পরীক্ষা – 40 নম্বর , ব্যক্তিত্ব পরীক্ষা – 10 নম্বরের দিতে হবে।
ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা – 40 নম্বর, কম্পিউটার পরীক্ষা – ৫০ নম্বর, ব্যক্তিত্ব পরীক্ষা – 10 নম্বরের দিতে হবে।
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
অফলাইনে আবেদন করুন। প্রথমে নিচের বক্স থেকে ঝাড়গ্রাম জেলা রূপশ্রী ডাটা এন্ট্রি অপারেটর চাকরির শূন্যপদ 2023 বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন এবং খুব মনোযোগ সহকারে পড়ুন।তারপর অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করুন। সঠিক বিবরণ সহ আবেদন বিন্যাসটি পূরণ করুন এবং নিবন্ধিত পোস্টের মাধ্যমে সমস্ত প্রশংসাপত্র সহ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঠিকানা উল্লেখ করে পাঠান।
★আবেদন শেষ তারিখঃ
এই নিয়োগে আবেদনের শেষ তারিখ হলো – 02/03/2023
writte by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।