প্রকাশিত হলো JEE মেইন ২০২৩ এর অ্যাডমিট কার্ড l কী ভাবে ডাউনলোড করবেন দেখে নিন সহজ পদ্ধতি। JEE Main Admit Card 2023 Download

চলতি মাসের ২১শে জানুয়ারি প্রকাশিত হল এবারের jee অর্থাৎ জয়েন্টের অ্যাডমিট কার্ড। এই jee পরীক্ষার অ্যাডমিট কার্ড ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA) দাঁড়াই প্রকাশিত করা হয়েছে। আর যেই অ্যাডমিট কার্ড আপনি ঘরে বসেই খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন jeemain.nta.nic.in এই ওয়েবসাইট থেকে।

তবে আপনাদের জানিয়ে রাখি যে, ২০২৩ সালের জয়েন্ট পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জানুয়ারি থেকে। তাই এ ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা এই জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রত্যাশায় রয়েছেন তাদের জন্য এবার ভালো একটি খবর
আর সেটি হলো JEE এর এডমিট কার্ড প্রকাশিত হওয়া। তবে আপনাদের জানিয়ে রাখি যে NTA-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ সালের JEE Main ২০২৩-এর সেশন ১ পরীক্ষা হবে ২৪,২৫, ২৭, ২৮, ২৯,৩০ এবং ৩১ জানুয়ারি। তারপর পরবর্তী পরীক্ষা অর্থাৎ সেশন ২-এর পরীক্ষা হবে এপ্রিল মাসের ৬, ৭, ৮,৯,১০,১১ এবং ১২ তারিখ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে শিক্ষা সংসদের নতুন নির্দেশিকা জারি করা হলো l না মানলে বাতিল হতে পারে আপনার উত্তরপত্রও l WBCHSE Exam 2023

★তো চলুন এবার জেনে নেওয়া যাক এই JEE মেইন পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি সম্পর্কেঃ

১) প্রথমে প্রার্থীকে jeemain.nta.nic.in-তে যেতে হবে।

২) এরপর হোমপেজে JEE মেইন অ্যাডমিট কার্ড 2023-এর জন্য লিঙ্কে ক্লিক করতে হবে।

৩)এবার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রার্থীদের লগ ইন করতে হবে।

৪) এরপর স্ক্রীনে প্রার্থীরা অ্যাডমিট কার্ড দেখতে পাবেন।

৫) শেষে অ্যাডমিট ডাউনলোড করতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট আউট রেখে দিতে হবে।

★2023 JEE অর্থাৎ জয়েন এন্ট্রান্স পরীক্ষার কিছু নিয়মাবলী সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

১) এই JEE পরীক্ষার সমস্ত প্রার্থীদের অবশ্যই পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।

২) এই পরীক্ষায় বসতে গেলে সমস্ত পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ ফটো পরিচয়পত্র ছাড়া পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।

৩) JEE Mainকম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)-র মাধ্যমে নেওয়া হবে।

৪) সেক্ষেত্রে দুটি শিফটেই পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে বলে জানা গেছে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে সমস্ত স্কুল শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা জারি।

৫) প্রথম শিফট হবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা এবং দ্বিতীয় শিফট শুরু হবে বিকেল ৩ টে থেকে,যা শেষ হবে সন্ধ্যে ৬ টা।

৬) অন্যদিকে জয়েন্টের পেপার ১-এর পরীক্ষা তিনটি বিভাগে ৯০ নম্বরের হবে, যার মধ্যে থাকবে পদার্থবিদ্য ৩০, অঙ্ক-৩০ এবং রসায়ন- ৩০।

৭) অন্যদিকে, পেপার ২-তে বি.আর্চ এবং বি.প্ল্যানিং-এর যথাক্রমে ৮২ এবং ১০৫ নম্বর থাকবে।

written by Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment