এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতীয় নৌবাহিনীতে Naval Orientation কোর্সের অধীনে executive শাখাতে (ক্রীড়া ও আইন ) শর্ট সার্ভিস কমিশনের (SSC) জন্য আবেদনের আমন্ত্রণ জানাচ্ছে । কেরলের ইজিমালার Indian Naval Academy (INA)তে 2023 সালের জুন মাসে কোর্সটি শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগামী 28 জানুয়ারি 2023 পর্যন্ত আবেদন জানানোর জন্য পোর্টাল খোলা থাকবে।
বিভিন্ন পদে নিয়োগের বিশদ বিবরণ :
Naval Orientation কোর্সের অধীনে মোট ৪টি পদ নিয়োগের জন্য উপলব্ধ। শর্ট সার্ভিস কমিশন (SSC) executive (আইন): 2টি পদ, (SSC) executive (ক্রীড়া): 2টি। এই ৪টি পদে অসংখ্য সেনা নিয়োগ হবে।
উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ৭,৭৮৪ টি শূন্যপদে ভারতীয় রেলে TTE পদে কর্মী নিযোগ। মাসিক বেতন ৮১,০০০ টাকা। Indian Railway TTE job 2023
শিক্ষাগত যোগ্যতা :
এই পদগুলিতে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। যেই সকল প্রার্থীরা উন্মুক্ত আইনের ডিগ্রি সহ অবিবাহিত তারাই আবেদন জানাতে পারবেন। শর্ট সার্ভিস কমিশন (SSC) executive (আইন): ন্যূনতম 55% নম্বর সহ অ্যাডভোকেট অ্যাক্ট, 1961 এর অধীনে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীর একটি আইন ডিগ্রি থাকতে হবে । আবেদনকারীদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় হতে হবে ।
শর্ট সার্ভিস কমিশন (SSC) executive (ক্রীড়া): প্রার্থীকে অবশ্যই নিয়মিত স্নাতকোত্তর ডিগ্রি বা BE/B সম্পন্ন করতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ক্ষেত্রে প্রযুক্তিগত। শর্টলিস্টিং প্রক্রিয়া চলাকালীন, জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট থেকে স্পোর্টস কোচিংয়ে ডিপ্লোমা এবং স্পোর্টসে MSC (কোচিং) সহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের তারিখ সমূহ :
ভারতীয় নৌবাহিনী পদগুলিতে অনলাইন আবেদন শুরু হয়েছে 13 জানুয়ারী 2023 এবং আবেদন চলবে আগামী 28 জানুয়ারী 2023 পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া :
ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন পদে আবেদনকারী সকল প্রার্থীরা (www.joinindiannavy.gov.in) এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এবং ফর্মটি পূরণ করতে হবে।
জারি করা হল বিমানবন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি,মাসিক বেতন 36,000 টাকা | Airport Job 2023
নির্বাচন প্রক্রিয়া :
চাকরি প্রার্থীদের মেধার উপর ভিত্তি করেই বাছাই করা হবে। SSB নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে । শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মেডিকেল পরীক্ষায় উপযুক্ত ঘোষণা করা হবে শূন্য পদের প্রাপ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা ডিগ্রিতে প্রাপ্ত সাধারণ মার্কের ভিত্তিতে আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে।
written by- Subir Barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।