Income Tax New Rules। প্যান কার্ড থাকলে শীঘ্রই করতে হবে এই কাজ, দেরি করলেই হতে পারে ১০০০ টাকা জরিমানা।

সারা দেশ জুড়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিত্যনতুন ও আধুনিকরণ করা হচ্ছে । আর যার কারণে ইতিমধ্যেই সমস্ত ছোট বড় কাজের জন্য বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড। আর এই প্যান কার্ড বানানো বর্তমানে একটি সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র আধার কার্ড থাকলেই হয়ে যাচ্ছে প্যান কার্ডের ভেরিফিকেশন আর তার কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে একটি প্যান ক্যার্ড,অথবা প্যান কার্ডের নম্বর। 

তাই এবার আয়কর দপ্তর চরম হুশিয়ারি দিল প্যানকার্ড নিয়ে। ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে আধার ও প্যান কার্ড সংযুক্ত না করলে আপনার প্যান কার্ডের আর কোনও বৈধতা থাকবে না। এমনটাই জানানো হয়েছিল আয়কর দপ্তরের তরফে আর এই কাজ না করলে তখন সেই কার্ড শুধু একটা প্লাস্টিকের কার্ড হয়েই রয়ে যাবে। অর্থাৎ, সেই কার্ড আপনি কোনও প্রয়োজনেই আর ব্যবহার করতে পারবেন না। 

আয়কর দফতর টুইটে যা জানিয়েছেন

১৯৬১ আয়কর আইন অনুযায়ী প্যান ও আধার কার্ড লিঙ্কের শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ২০২৩ সালের ৩১ মার্চ। প্রত্যেক প্যানকার্ড ধারকরাই, যাঁরা বিশেষ কোনও ছাড়ের আওতায় পড়েন না, তাঁদের কে ওই নির্ধারিত সময়ে মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতেই হবে। না হলে আপনার প্যান কার্ড অচল হয়ে যাবে।

 ফলে দেরি করবেন না। আজই প্যান এবং আধার কার্ড লিঙ্ক করুন।’এই সকল কারণে কেন্দ্রীয় কোন কাজ হোক বা হোক রাজ্যের কাজ, এখন থেকে এই প্যান কার্ডের নম্বরকেই বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে বলা হচ্ছে। কারণ এই প্যান ব্যবহার করলে এর সাহায্যে যেকোনো রকমের আর্থিক লেনদেন এর যাচাইকরণ খুবই দ্রুত হয়ে যাবে। ফলে সমস্ত রকম কাজেই আসবে বিশেষ গতি।

 এর ফলে যে কোন রকমের জালিয়াতি বন্ধ করা সম্ভব হবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে। দেশের বানিজ্য মন্ত্রকের সাথে ইতিমধ্যে এই সকল বিষয়ে আলোচনা সম্পন্ন করা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আইনি অনুমোদনের অপেক্ষায় আছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তর এর সাথে এই বিষয়ে আলোচনা সম্পন্ন করা হয়েছে।

 আর এর ফলে প্রত্যেক কাজের জন্য আবেদনকারীকে বার বার ফর্ম ফিলাপ করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই সকল সুবিধাগুলি তারা ভারতের যেকোনো প্রান্ত থেকেই নিতে পারবেন। আর এর যাচাইকরণ করার জন্যও অনন্তকাল ধরে কোর্টে হবে না অপেক্ষা। আর প্যান পোর্টালে আধারের মতোই প্রচুর তথ্য থাকে যা ভারতের জেকন অফিস থেকেই অ্যাক্সেস করা সম্ভব।

Leave a Comment