আয়কর বিভাগে 34,000 টাকা বেতনে প্রচুর পরিমানে Group-c এবং MTS পদে কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা মাধ্যমিক পাশ | Income Tax Dept. Job 2023

সকল চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত কর্মী নিয়োগের সুখবর।এবার আয়কর (Income Tax) বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। করোনা তথা লক ডাউন এর পর থেকে থমকে গিয়েছিল বিভিন্ন চাকরি এবং নিয়োগ, জার জেরে হুহু করে বাড়তে থাকে বেকার সমস্যা।

তাই বেকার সমস্যায় রাশ টানতে সরকারের তরফ থেকে বিভিন্ন ছোটো বড়ো নিয়োগের আয়োজন করা হচ্ছে। এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিয়োগে ন্যুনতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে, সঙ্গে থাকছে মাসিক উচ্চ বেতন। তাই আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

সমগ্র রাজ্যজুড়ে বিদ্যুৎ দপ্তরে লিখিত পরীক্ষা ছাড়াই একাধিক শূন্য পদে কাজের সূযোগ l যোগ্যতা স্নাতক পাস l WBSETCL Job Notification

★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ

আয়কর বিভাগের এই নিয়োগ (Income Tax Department Recruitment 2023) এ প্রধান 3 ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। নিচে এগুলি সম্পর্কে একটু বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো।

১)পদের নামঃ

-মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

★শিক্ষাগত যোগ্যতাঃ

যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ। সঙ্গে উচ্চ শিক্ষিত রাও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।

★মাসিক বেতনঃ

মাসে ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 20,200/- টাকা হতে পারে।

২) পদের নামঃ

এখানে রয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদ। এদের শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন সমান।

★শিক্ষাগত যোগ্যতাঃ

এখানে আবেদনের ক্ষেত্রে ডিগ্রি তথা স্নাতক পাশ দরকার। সেক্ষেত্রে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

★মাসিক বেতনঃ

এখানেও মাসে উচ্চ হারে বেতন দেওয়া হচ্ছে। কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 34,800/- টাকা হতে পারে।

★প্রার্থীর বয়সসীমাঃ

ন্যুনতম 18 বছর বয়স হলেই আবেদন যোগ্য। সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

রাজ্যে জুড়ে স্বাস্থ্য বিভাগে ব্লকে ব্লকে কর্মী নেওয়া হচ্ছে l মাসিক বেতন ১৫,০০০ টাকা থেকে শুরু l WB Health job 2023

★আবেদন পদ্ধতিঃ

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া কয়েকটি ধাপ অনুসরন করুন।

  1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিঙ্ক এ ক্লিক করুন।
  2. যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
  3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
  4. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।
  5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

★প্রয়োজনীয় নথিপত্রঃ

এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

  1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
  2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
  3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
  4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
  5. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
  6. কাস্ট সার্টিফিকেট কিংবা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

★আবেদনের সময়সীমাঃ

আগামী 06 ফেব্রুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিংক দেওয়া থাকবে।

written by subir barman

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment