এছাড়াও UIDAI-এর তরফে আরও জানানো হয়েছে যে আধার কার্ডের ,যেকোনো রকম তথ্য, আপডেট করাতে যেমন:- নাম, লিঙ্গ, বয়স, ঠিকানা, ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস এই সম্সত কিছু আপডেট করার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে মাত্র ৫০ টাকা খরচ করতে হবে।
এবং তাছাড়াও UIDAI-এর তরফে জানানে হয়েছে যে কোনো ব্যক্তি যদি তার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করে তাহলে ওই ব্যক্তিকে তার নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে সেই ব্যাক্তি মাত্র ১০০ টাকার বিনিময়েই এই হাতের ছাপ আপডেট করানোর কাজটি করতে পারবেন।
এছাড়াও আরও জানানো হয়েছে যে, POI এবং POA আপডেটের ক্ষেত্রে একজন সাধারন ব্যক্তিকে বেশ কিছু নথিপত্র জমা দিতে হবে। বর্তমান সমাজে আজকের দিনে দাঁড়িয়ে সমগ্র ভারতের নাগরিকদের কাছেই আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়েই দাঁড়িয়েছে। আর বর্তমানে যে কার্ড ছাড়া কোন রকম কাজ করাই একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ঠিক তার জন্যই সেই সমস্ত কথা মাথায় রেখেই UIDAI-এর তরফে ভারতীয় নাগরিকদের জন্য বারংবার আধার কার্ড সংক্রান্ত নানা নির্দেশিকা প্রকাশ্যে নিয়ে আসা হয়ে থাকে। আর ঠিক আবারো সাধারন নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখেই পুনরায় UIDAI-এর তরফে আধার কার্ড সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। আর বর্তমানে UIDAI তরফে যে বিজ্ঞপ্তি করা হয়েছে তাতে কি বলা হয়েছে তার সমস্ত খুঁটিনাটি নিচে বিস্তারিত দেওয়া হল।
নতুন বিজ্ঞপ্তিতে UIDAI এর পক্ষ থেকে যা বলা হয়েছেঃ
ভারতীয় সাধারন জনগণের উদ্দেশ্যে UIDAI-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,আগামী দিন গুলিতে আধার কার্ডের POI এবং POA এই দুটি আপডেট পুরোপুরি ভাবে সম্পন্ন না করে রাখলে ভারতের সমস্ত নাগরিকরা কোনোরকম সরকারি প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন না।
UIDAI-এর তরফে টুইটের মাধ্যমে জানানো হয়েছে যে, সমস্ত রকম সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা পেতে চাইলে সাধারন মানুষদের অবশ্যই আধার কার্ডের POA এবং POI নথি আপডেট করাতে হবে ।
আর এই POA এবং POI আপডেট করার ক্ষেত্রে সমস্ত নাগরিকদের কে মাত্র ২৫ টাকা খরচ করতে হবে, তবে এই প্রক্রিয়া অনলাইনে মাধ্যমে আপডেট করার ক্ষেত্রে প্রযোজ্য। আর এই একই প্রক্রিয়া যদি কোনো ব্যক্তি অফলাইনের মাধ্যমে করানে চান তাহলে তাকে অবশ্যই ৫০ টাকার বেশি খরচ করতে হবে।
নতুন সালে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাওয়ার আগেই করে ফেলুন এই সমস্ত কাজগুলি
বায়োমেট্রিক আপডেটের জন্য মোট কত টাকা খরচ হবে পারে এবং কি কি করতে হবেঃ
আর এই আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য গ্রাহকদের এমন একটি নথি প্রয়োজন থাকবে যেখানে উক্ত ব্যক্তির নাম এবং ছবি দুটোই রয়েছে। সুতরাং, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং রেশন কার্ডের মতো এই সমস্ত নথিগুলির সাহায্যেই আধার কার্ডের POA এবং POI আপডেট করতে পারবেন সমস্ত ভারতীয় নাগরিকরা।
তবে ইতিপূর্বেই UIDAI-এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, একজন ব্যক্তির আধার কার্ড প্রায় প্রত্যেক ১০ বছর অন্তর অন্তর আপডেট করা প্রয়োজন। আর তাছাড়াও এক নির্দেশিকায় আরো জানানো হয়েছিল যে,আধার কার্ডের নামে যাদের যাদের ভুল রয়েছে তারা কেবলমাত্র দু’বার আধার কার্ডে থাকা নাম পরিবর্তন করতে পারবেন। আর ঠিক তারপর থেকেই নিজের আধার কার্ডের সমস্ত রকম তথ্য আপডেট করা গেলেও করা যাবে না নাম পরিবর্ত।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।