রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারো দারুন একটি সুখবর । কেনোনা ইতিমধ্যেই সমগ্র রাজ্য জুড়ে ICDS পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে। এই নিয়োগে রাজ্যের সকল মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নিয়োগের বয়সসীমা, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত খুটিনাটি সম্পর্কে।
★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ
এই নিয়োগে মূলত ২ পদেই লোক নেওয়া হবে-
১) অঙ্গনওয়াড়ি কর্মী।
২) অঙ্গনওয়াড়ি সহায়িকা।
★ICDS recruitment মোট শূন্যপদের সংখ্যা- ব্লক ভিত্তিক মোট ২৫৬ টি শূন্যপদে নিয়োগ করা হবেঃ
ব্লক অনুসারে শূন্যপদের সংখ্যা-
(তুফানগঞ্জ – I)- ৯ টি,
(তুফানগঞ্জ – I) (ADDL)- ১১ টি,
(তুফানগঞ্জ – II) (ADDL) – ১৬ টি,
(কোচবিহার– II)- ১০ টি,
(কোচবিহার – II) (ADDL)- ১২ টি,
হলদিবাড়ি- ১৪ টি,
সিতাই- ৩৪ টি,
মেখলিগঞ্জ- ১৫০ টি
★শিক্ষাগত যোগ্যতাঃ
এই নিয়োগে আবেদন করতে হলে কমপক্ষে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ থাকতে হবে। এবং সেই আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাও হতে হবে।
★বয়সসীমা-
০১ জানুয়ারি,২০২৩ তারিখ অনুসারে, দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৭ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
★মাসিক বেতনের পরিমানঃ
অঙ্গনওয়াড়ি পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হিসেবে ৮,২৫০ টাকা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হিসেবে ৬,৩০০ টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
এই নিয়োগে কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। তার জন্য সবার প্রথমে নীচে দেওয়া Apply Now এ ক্লিক করে Application Form পেজ ওপেন করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। সঙ্গে স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিপত্র। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১) আধার কার্ড/প্যান কার্ড/ ভোটার কার্ড।
২) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
৪) বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর।
৫) ইমেইল আইডি।
৬) রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সই
★যে পদ্ধতিতে লোক নেওয়া হবেঃ
প্রথমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে। নেওয়া হবে ইন্টারভিউ। প্রথম ধাপে লিখিত পরীক্ষা ৯০ নম্বরে হবে। যারা উত্তীর্ন হবেন, তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের জন্য। যা হবে ১০ নম্বরের উপর। সবশেষে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে ।
★আবেদনের শেষ তারিখঃ-
১৭ এপ্রিল, ২০২৩.
★লিখিত পরীক্ষার তারিখঃ-
(অঙ্গনওয়াড়ি সহায়িকা) ২৯ এপ্রিল, ২০২৩.
★লিখিত পরীক্ষার তারিখঃ-
(অঙ্গনওয়াড়ি কর্মী) ৩০ এপ্রিল, ২০২৩.
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।