হাতেগোনা আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা আর ঠিক তার পরেই শুরু হতে চলেছে ২০২৩ সালের HS Exam। আর এই কারনেই চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় ঠিক সেই কারণে এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছু নিয়ম বিধী লাঘু করা হয়েছে।
আর যে নিয়মবিধি পরীক্ষা কেন্দ্রে থাকা সমস্ত ছাত্র-ছাত্রীদের অবশ্যই মানতে হবে, যে নিয়মগুলি না মানলে বাতিল হতে পারে সমস্ত পরীক্ষা তো চলুন এবার জেনে নেওয়া যাক সেই নতুন নিয়ম-বিধি গুলি কি কি, এবং এই সমস্ত নিয়ম বিধি না মানলে ছাত্র-ছাত্রীদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে।
★উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়মাবলী গুলি ধাপে ধাপে নিচে বিস্তারিত দেওয়া হলঃ
১) উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রের সুরক্ষার্থে প্রত্যেক মেন ভেন্যুতে ২ জন কাউন্সিল নমিনি এবং সাব ভেন্যুতে ১ জন কাউন্সিল নমিনি থাকবেন।
২) পরীক্ষা কেন্দ্রে মোবাইলের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কেবলমাত্র ভেন্যু সুপারভাইজার ও সেন্টার ইনচার্জ ছাড়া সকলের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে। এর সাথে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের গেটে থাকছে পুলিশি পাহারা।
৩) পরীক্ষা শুরুর পর কোনোও শিক্ষক ও শিক্ষাকর্মী পরীক্ষা হলের বাইরে বেরোতে পারবেন না।
৪) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবেন দুজন করে ইনভিজিলেটর। পরীক্ষার্থীদের কাছে মোবাইল নেই তা নিশ্চিত হওয়ার পরেই প্রশ্নপত্র বিতরণ করা হবে। এনভিজিলেটরের নজরদারিতে কোনোও গাফিলতি থাকলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
৫) যে স্কুলের পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাঁদের ফলাফল স্থগিত রাখা হবে। এমনকি সংশ্লিষ্ট স্কুলের স্বীকৃতি বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে।
৬) উচ্চমাধ্যমিক প্রশ্নপত্রের সার্বিক সুরক্ষার দায়িত্ব থাকছে ভেন্যু সুপারভাইজারদের উপর। এই ভেন্যু সুপারভাইজারদের আইডি কার্ড প্রদান করা হবে।
৭) পরীক্ষার প্রশ্নপত্র নিজ দায়িত্বে সুরক্ষিত রাখবেন ভেন্যু সুপারভাইজাররা। প্রশ্নপত্র খোলার সময় উপস্থিত থাকবেন পুলিশ ও একজন কাউন্সিল নমিনি ।
৮) প্রতি পরীক্ষা সঠিকভাবে পরিচালনার দায়িত্ব থাকবে কাউন্সিল নমিনিদের উপর। প্রত্যেক পরীক্ষার দিন তাঁরা সকাল আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন।
৯) মোবাইল ফোন উচ্চমাধ্যমিক পরীক্ষায় কঠোরভাবে নিষিদ্ধ। এ বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করা হবে বলে জানা যাচ্ছে।
WBCS 2023 এর ফলাফল এবং মেধা তালিকা কিভাবে ডাউনলোড করবেন। দেখে নিন বিস্তারিত পদ্ধতি। WBCS Result 2023
১০) পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।
১১) যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের শিক্ষকরা সেদিন ডিউটিতে থাকতে পারবেন না।
১২) পরীক্ষা শুরুর এক ঘন্টা পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া হবেনা। ১২:৪৫ এর আগে পরীক্ষার হল থেকে বেরোতে পারবেন না পরীক্ষার্থীরা।
১২) ভেন্যু সুপারভাইজারদের উপর দায়িত্ব থাকবে পাঁচটি নির্দিষ্ট কারণে RA করার জন্য সেগুলি হলো-
১) পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ।
২) শিক্ষক-শিক্ষিকা নিগ্রহ।
৩) পরীক্ষার সময় টুকলি
৪) কোনো পরীক্ষার্থী উত্তরপত্র ছেঁড়া সহ অনৈতিক কাজে যুক্ত থাকলে
৫) বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করলে।
এ নিয়ে RA ফরম্যাট সহ নির্দেশ দেওয়া হয়েছে।
১৩) উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও লিখিত উত্তরপত্র আনার সময় পুলিশের উপস্থিতি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
১৪) প্রত্যেক ভেন্যু সুপারভাইজারকে সংসদেরর তরফে পাঠানো কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন ফরম্যাট মেনে চলতে হবে। সেক্ষেত্রে প্রথমে প্রশ্নপত্রের সিল খুলে পৃথক খামে তা আবার সিল করে পরীক্ষা কেন্দ্রে পাঠাতে হবে।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।