২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাএ হাতেগোনা কয়েকটা দিনেরই অপেক্ষা। আর ঠিক তারপরই শুরু হয়ে যাবে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, (HS Exam 2023) যা ১৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৭ মার্চ পর্যন্ত।
তবে এই অল্প সময়ের মধ্যেই এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে উচ্চ শিক্ষা সংসদের তরফে নিয়ে আসা হলো নানান পরিবর্তন,(WBCHSE)। আর ঠিক এই কারনেই বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়মেই সমস্ত পরীক্ষা দিতে হবে সকল ছাত্র-ছাত্রীদের। তো চলুন এবার জেনে নেওয়া যাক এবারের পরীক্ষায় কি কি পরিবর্তন আনা হলো –
★এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপএে যে সমস্ত বদল আনা হলঃ-
ইতিমধ্যেই উচ্চশিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, যে চলতি বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তাই কোন স্কুলে পরীক্ষার সিট পড়বে,এবং তার নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এই বার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর,সবাই করবে পাশ │ সাথে পাবে অতিরিক্ত নম্বরও │Madhyamik exam 2023
তবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া আটকাতে সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলোতে প্রশ্নপত্র ও উত্তরপত্র পৌঁছনোর পদ্ধতি পুরোপুরিভাবেই বদলে ফেলা হয়েছে । কিন্তু এরপরও উচ্চ শিক্ষা সংসদের বড় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া থেমে নেই। তাই এবার তারা পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র নিয়ে পুরনো নিয়ম সম্পূর্ণ বদলে দিতে চলেছে।
উচ্চ শিক্ষা সংসদ সূত্রে খবর, প্রশ্নপত্রের এমসিকিউ (MCQ) ও বড়ো প্রশ্ন উত্তর ,এই দুই ধরনের অংশ নিয়ে দারুন ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সকলকেই তাই বছর কয়েক আগেও প্রায় অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অভিযোগ জানিয়েছে যে এই দুটি অংশের প্রশ্নের উত্তর করে খাতা গুলি আলাদা আলাদাভাবে তা সুতো দিয়ে জুড়ে জমা দেওয়ার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয় । তাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে সেই সমস্যা আর না থাকে তার জন্য প্রশ্নের এই বিভাজনটাই সরল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
★এবারের প্রশ্নপত্র পরিবর্তনের মূল দিকঃ
তাই এবার উচ্চশিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় MCQ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরপত্রের শুরুর দিকেই ছাপা থাকতে পারে। অর্থাৎ সেই জায়গাতেই সমস্ত পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে বলেই খবর । প্রদর্শনের পর উত্তরের বেশ কিছু অপশন বক্স করে লেখা থাকবে, সেখানে গিয়ে সঠিক অপশনের পাশের বক্সে টিক চিহ্ন দিতে হবে। বা fill in the blanks এর মত ফাঁকা জায়গায় পরীক্ষার্থীদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। ঠিক শৈশবকালে যেমনটা স্কুলের পরীক্ষায় হত।
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন যে সমস্ত প্রার্থীরা শংসাপত্র পাবেন না l কারা কারা পাবেন না দেখে নিন l Madhyamik Exam 2023
তবে রচনাধর্মী প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আগের মতই প্রত্যেককে খাতায় লিখতে হবে। তবে একটা ভিষয় ভালো ভাবে মাথায় রাখতে হবে, যে উত্তরপত্রের প্রথম অংশে MCQ প্রশ্ন ছাপা থাকবে, আর সমস্ত পরীক্ষার্থীদের সেখানেই তার উত্তর দিতে হবে। আর ঠিক তারপর খাতার যেই টুকু বাকি সাদা পাতাগুলো থাকবে তাতে রচনাধর্মিক বা বড় প্রশ্নগুলির উত্তর লিখতে হবে।
তবে সমস্ত বিশেষজ্ঞদের মতামত যে এই নতুন নিয়মের পরিবর্তনের ফলে সমস্ত ছাত্র-ছাত্রীদেরই অনেক বেশি সুবিধে হবে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হাতে সময় অল্প থাকলেও এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের ।
written by Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।