বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর কেনোনা ইতিমধ্যেই HDFC Bank এর তরফে সমগ্র দেশ জুড়ে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের প্রায় অনেক জেলাতেই চালু হয়ে গিয়েছে। এবং এই নিয়োগে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। কেনোনা এই নিয়োগের আবেদন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত খুটিনাটি বিস্তারিত দেওয়া হল।
★যে সংস্থার তরফে নিয়োগ করা হবেঃ
মূলত এখানে HDFC Bank Limited এর তরফ থেকে সম্পূর্ণ নিয়োগ টি করা হচ্ছে।
ক্রেডিট অফিসার পদে union bank of india-তে কর্মী নিয়োগ হতে চলেছে │জানুন আবেদন পদ্ধতি │union bank of india Job 2023
★যে সমস্ত পদে কর্মী নেওয়া হবেঃ
১) Manager
২) Cashier
৩) Account Manager
৪) Personal Banker
৫) Business Analyst
৬) Marketing Service Manager
৭) Group D
★বেতন পরিকাঠামোঃ
এই নিয়োগে বিভিন্ন পদে বিভিন্ন রকম পে-লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং আরো বিসদে জানতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশে গিয়ে বিস্তারিত দেখে নিন।
★বয়সসীমাঃ
এই নিয়োগে আবেদন করতে আবেদনকারীর ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেনীর আবেদন কারীরা সরকারি নিয়মঅনুযায়ী বয়সের ছাড় পাবেন।
হলদিয়া পেট্রোকেমিক্যালসে একাধিক শূন্য পদে কর্মী নেওয়া হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক পাশ। দেখে নিন আবেদনের শেষ তারিখ।
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
এই নিয়োগে আবেদন করতে হলে সবার প্রথমেই আপনাকে “HDFC bank careers” এটা লিখে গুগোল সার্চ করতে হবে। এবং নিচের দেওয়া লিংক এ গিয়ে ক্লিক করেও আপনি এই অফিসিয়াল পেজে চলে আসতে পারেন । এরপর আপনি প্রথম যে অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি আস্তে আস্তে নিচের দিকে আসবেন এবং দেখবেন সেখানে লেখা আছে “Uplode Resume” সেখানে আপনি নিজের বায়োডাটা আপলোড করবেন।
তারপর পরবর্তীতে সমস্ত ধাপ গুলি আসবে তার সমস্ত কিছু ফিলাপ করে দিতে হবে। এবং তারপর এপ্লিকেশন করা হয়ে গেলে সবার প্রথমে প্রথম পেজে চলে আসতে হবে এবং সেখানে দেখবেন “Search Jobs” এর ওখানে ক্লিক করার পড়ে আপনি দেখতে পারবেন আপনার এরিয়ায় অথবা আপনার শহরের কোন HDFC ব্যাংকে লোক লাগবে কিনা, সেই এরিয়ার নাম অথবা আপনার শহরের নাম লিখে সার্চ করলেই দেখতে পারবেন আপনার এরিয়ায় ভ্যাকান্সি ফাঁকা আছে নাকি। এরপর আপনি সার্চ করে আপনার ইচ্ছামত পোস্টের জন্য আবেদন করতে পারেন।
★এই নিয়োগে কারা কারা আবেদন করতে পারবেনঃ
পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের ও যেকোনো জেলারই জেলারই ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রত্যেককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
★আবেদন ফিঃ
এই নিয়োগে আবেদন করতে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ৭,৭৮৪ টি শূন্যপদে ভারতীয় রেলে TTE পদে কর্মী নিযোগ। মাসিক বেতন ৮১,০০০ টাকা। Indian Railway TTE job 2023
★নির্বাচন পদ্ধতিঃ
এই নিয়োগে আবেদনকরী প্রার্থীদের স্কিল টেস্ট, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।