বেকার চাকরিদের জন্য আবারো দারুন একটি সুখবর কেননা ইতিমধ্যেই মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন সকল ব্যাক্তিদের জন্য একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হযেছে, যেখানে Five Star Logistics Pvt. Ltd.-এর তরফ থেকে একাধিক শূন্যপদে নেওয়া হবে কর্মী। তবে আপনাদের আগেই জানিয়ে রাখি যে এই নিয়োগ কারী সংস্থাটি হলো একটি বেসরকারি সংস্থা যা মূলত হলদিয়া পেট্রোকেমিক্যালস্ লিমিটেডের অধীন চলে থাকে।
এই নিয়োগে মাধ্যমিক পাস করা ছাড়াও, যারা Annexure C(B)-এর আওতায় পড়বেন, তারাও এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগে মূলত অনলাইনের পাশাপাশি অফলাইনেও করা যাবে আবেদন। এই নিয়োগের আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ আরো বিস্তারিত তথ্য জানতে হলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
জারি করা হল বিমানবন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি,মাসিক বেতন 36,000 টাকা | Airport Job 2023
★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ
Senior Manager (Strategic Planning Cell/ Networking)
বয়স সীমাঃ
এই নিয়োগে আবেদনের জন্য আবেদন কারীর বয়সসীমা হতে হবে ৪০বছরের মধ্যে । তবে ৪০ বছর বয়সের উর্দ্ধে থাকলে আবেদন করা যাবে না। আপনাদের জানিয়ে রাখি যে এটি একটি চুক্তিভিত্তিক কাজ। তাই এখানে Annexure C-অনুযায়ী কর্মীদের বেতন প্রদান করা হবে।তবে চুক্তিভিত্তিক হলেও, কাজ কিন্তু দীর্ঘ সময়ের জন্যও হতে পারে।
★শিক্ষাগত যোগ্যতাঃ
হলদিয়া পেট্রোকেমিক্যালে কর্মী নিয়োগ এর ক্ষেত্রে আবেদনকারীদের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে তাদের অগ্ৰাধিকার দেওয়া হবে। এই অভিজ্ঞতা হতে হবে মূলত ১ থেকে ২ বছরের। তবে এর বেশি হলেও চলবে। অভিজ্ঞতাটি হবে Chemical Sample Collection-এর।
★মোট শূন্যপদঃ-
এই নিয়োগের জন্য মোট শূন্য পদ রয়েছে ৪টি।
উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ৭,৭৮৪ টি শূন্যপদে ভারতীয় রেলে TTE পদে কর্মী নিযোগ। মাসিক বেতন ৮১,০০০ টাকা। Indian Railway TTE job 2023
★আবেদন জমা দেওয়ার তারিখঃ
এই নিয়োগে আবেদন ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে, চলবে ৫ই জানুয়ারি,২০২৩, রাত্রি ১২টা পর্যন্ত। অফলাইনে আবেদন করতে হলে ৫ই জানুয়ারি, দুপুর ২টার মধ্যে করতে হবে।
সময় পেরিয়ে যাওয়ার পর আর কোনোভাবেই আবেদন গৃহীত হবে না। অনলাইনের ক্ষেত্রে সাইট বন্ধ হয়ে যাবে রাত্রি ১২টার পর ।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।