সমগ্র ভারত জুড়ে অনলাইন পেমেন্টের কদর দিনের পর দিন বেড়েই চলেছে আর ঠিক তার সাথে সাথেই google pay, Phone pay, ও Paytm এর মতো আ্যপ্লিকেশন গুলির ডিমান্ড ও কম প্রভাত ফেলেন নি লোক সমাজে। তবে বিগত দুই বছরে এই করোনা মহামারীর জন্য সমগ্র দেশজুড়ে লকডাউনের কারণে সমস্ত অনলাইন পেমেন্ট সহ উপরোক্ত পেমেন্ট অ্যাপগুলির চাহিদা লোকসমাজে দারুণভাবেই প্রভাব ফেলেছে।
এবং এছাড়াও google pay, Phone pay, ও Paytm এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রানজেকশনের পর পাওয়া সমস্ত ক্যাশব্যাক এবং নানাধরনের অফার ও ভাউচারগুলির জন্যই দিনের পর দিন এই অ্যাপগুলোর জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গেছে।
তো চলুন আর দেরি নদ করে এবার জেনে নেওয়া যাক এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি কিভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য এবং নানান ধরনের CashBack Offer গুলি আরো বেশি বেশি পরিমাণে পেতে পারেন।
আপনার ইচ্ছে মতো সমস্ত জায়গাতেই এবং যে কোনো সময়ে সসস্ত রকমের সমস্যা ছাড়াই অত্যন্ত দ্রুত গতীতে পেমেন্ট করার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের কাছে এই সমস্ত অনলাইন পেমেন্ট অ্যাপগুলির জনপ্রিয়তা কোনো দিক দিয়েই কম নয়,তাই বর্তমান সময়ে দাড়িয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী গ্রাহকদের মধ্যে নানা ধরনের অভিযোগ উঠেছে এই অ্যাপগুলির ক্যাশব্যাক দেওয়া নিয়ে।
তবে বর্তমানের তুলনায় প্রথম দিকে সমস্ত ব্যবহারকারীরা যেভাবে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক, অফার, ভাউচার পেতেন তা এখন আর সেভাবে পাচ্ছেন না আর এই সমস্যাটি বেশি ফেস করতে হচ্ছে গুগল পের (google pay) ক্ষেত্রে।
তবে প্রথম অবস্থায় অন্যান্য অ্যাপগুলির তুলনায় গুগল পের ক্ষেত্রে যেমনভাবে অত্যধিক হারে অফার, ক্যাশব্যাক পাওয়া যেতো, তেমনভাবেই পরে এই অ্যাপের অফার, ভাউচারগুলি কমে যাওয়ার কারণে গ্রাহকদের অভিযোগও বাড়ছে। তবে কয়েকটি বিশেষ উপায় অবলম্বন করলেই আপনারা গুগল পে থেকে যথেষ্ট পরিমাণ cashback offers বা ক্যাশব্যাক ভাউচার পেয়ে থাকবেন।
যে সমস্ত স্টেপগুলি অনুসরণ করলে আপনি ধামাকাদার অফার গুলি পাবেনঃ
google pay এর ক্ষেত্রে বেশি পরিমাণ ভাউচার অফার এবং ক্যাশব্যাক পাওয়ার ক্ষেত্রে আপনাকে গুগল পে অ্যাপের মাধ্যমে বারবার কেনাকাটা করলে চলবে না। আপনি যাদি বারংবার একই অ্যাপের মাধ্যমে কেনাকাটা করলে ক্যাশব্যাক পাওয়ার চান্স বাড়বে তো নাই আরো বেশি পরিমাণে কমে যাবে। সুতরাং, google pay মাধ্যমে আকর্ষণীয় অফার পাওয়ার ক্ষেত্রে বারংবার কেনাকাটা করা বন্ধ করতে হবে। এছাড়াও পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই অফার অপশনে গিয়ে সমস্ত অফারগুলি কালেক্ট করে নিতে হবে ।
নতুন সালে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাওয়ার আগেই করে ফেলুন এই সমস্ত কাজগুলি
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে পেমেন্টের সময় এই সমস্ত অফারগুলি কাজে লাগিয়ে আপনি ক্যাশব্যাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাউচার পেয়ে যেতে পারবেন।এছাড়াও google pay এর থেকে নানান ধরনের আকর্ষণীয় অফার এবং ভাউচার পাওয়ার ক্ষেত্রে আপনাকে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে google pay এর সাহায্যে বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট করতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে এবং কি ভাবে পাবেন , জেনে নিন তার সমস্ত খুটিনাটি তথ্য
তবে এছাড়াও বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে যে, একই অ্যাকাউন্ট থেকে বারংবার পেমেন্ট করলে ভালো ক্যাশব্যাক অফার পাওয়ার চান্স যথেষ্ট কমে যায়। তাই কোনো গ্রাহক যদি একটি অ্যাকাউন্টের বদলে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করে তবে তিনি একাধিক অফার, ভাউচার, ও ক্যাশব্যাক অফার চান্স বেরে যাবে।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।
written by Dulal Roy