বোনাসে দেরি, তাই ১২,০০০ কর্মী ছাটাই করল Google │Google Layoffs news

Microsoft কোম্পানির পর এইবার ব্যাপক হরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট (Alphabet) সংস্থাটি। সম্প্রতি সংবাদমাধ্যমে এই বিষয় প্রকাশ্যে চলে এসেছে কোম্পানি প্রধানের দেওয়া একটি বার্তা। রয়টার্সকে দেওয়া স্টাফ মেমোই এই বিপুল সংখ্য়ক কর্মী ছাঁটাইয়ের বিষয়টি সামনে এসেছে।

শুধুমাত্র কি আমেরিকাতেই হচ্ছে এই ছাঁটাই ?

সম্প্রতি Google-কোম্পানির প্রতিদ্বন্দ্বী কোম্পানি Microsoft জানিয়ে দিয়েছে,আপাতত ১০,০০০ কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি। সারা বিশ্বের বড় টেক প্রযুক্তি সংস্থার এই ছাঁটাইয়ের খবরে নিরাশার ছায়া পড়ে যায় বিশ্বজুড়ে। এবার সেই একই পথে হেঁটেছে Google-এর অ্যালফাবেট সংস্থাটিও। সারা বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় শুরু হবে এই ছাঁটাইয়ের প্রক্রিয়া।

আয়কর বিভাগে 34,000 টাকা বেতনে প্রচুর পরিমানে Group-c এবং MTS পদে কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা মাধ্যমিক পাশ | Income Tax Dept. Job 2023

কোন বিভাগগুলিতে ছাঁটাই হবে?

Google-এর তরফ থেকে staff memo-তে জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে humun resource , Corporate functions ,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিমগুলি থেকে এই কর্মী ছাঁটাই করা হবে। শোনা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি করে এই কর্মী ছাঁটাই করছে MicrosoftGoogle সংস্থা ২টি ।

কর্মী ছাঁটাই সংক্রান্ত বিষয় নিয়ে কী বললেন অ্য়ালফাবেটের CEO Sundar Pichai?

প্রযুক্তি খাতে বড়সড়ো ধস নামার আশঙ্কা থেকেই এই কর্মী ছাঁটাই। টেক সাইটগুলির মতে,মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে চাইছে কোম্পানিগুলি।

কর্মী ছাঁটাইয়ের বিষয়ে Alphabet-এর CEO Sundar Pichai বলেছেন, “আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে।আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসতে চলেছে এবং আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী। আমরা আগেই AI-তে বিনিয়োগ করে আমাদের পণ্য় ও পরিষেবাকে আরও শক্তিশালী করে চলেছি। ভবিষ্যতে এই বিনিয়োগ আমাদের লক্ষ্য় পূরণের গতিকে আরও শক্তি জোগাবে।”

জারি করা হল বিমানবন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি,মাসিক বেতন 36,000 টাকা | Airport Job 2023

কর্মী ছাঁটাই এর বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে Microsoft কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের সমগ্র ওয়ার্ক ফোর্সের ৫ শতাংশ কমানো হবে। প্রায় ১০ হাজার কর্মী কাজ হারাতে পারেন বলে জানানো হয়েছে এই সংস্থার তরফে।

ইতিমধ্যেই কর্মীদের ছাঁটাই সম্পর্কিত নোটিসও পাঠানো শুরু হয়ে গিয়েছে। এটাই প্রথম নয়, গতবছরও Microsoft সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছিল। ২০২৩ এও Microsoft কোম্পানিতে কর্মী ছাঁটাই হবে ব্যাপক হারে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল।

written by subir barman

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment