রেশন কার্ড থাকলেই মাএ ৫০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে Gas Cylinder, কিন্তু কারা পাবেন ?

Gas Cylinder Price | নতুন বছর শুরুর সাথে সাথেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য রয়েছে দারুন এক সুখবর। কেননা এবার রাজ্য সরকারের তরফে মাএ ৫০০ টাকাতেই দেওয়া হচ্ছে একটি গ্যাস সিলিন্ডার। আর এই গ্যাস সিলিন্ডার এখন আপনিও পেতে পারেন। তবে এই গ্যাস সিলিন্ডার পেতে হলে অবশ্যই আপনার কাছে থাকতে হবে একটি রেশন কার্ড।

বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ গ্রাহকদের একটি গ্যাস সিলিন্ডার কিনতে গেলে প্রায় ১০০০ টাকার ওপরেই লেগে যায়। আর তাছাড়াও বর্তমানে দ্রব্যমূলের সাথে সাথে রান্নার গ্যাসের দাম যেভাবে দিনকে দিন বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষদের জীবন যাপন করা এক প্রকার অসম্ভব হয়েই দাড়িয়েছে। আর ঠিক এই কারনেই এবার রাজ্য সরকারের তরফে গ্যাসের বাড়তি দাম থেকে মধ্যবিত্তকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কার্ড থাকলে পাওয়া যাবে এই Gas Cylinder

আপনাদের জানিয়ে রাখি শুধুমাএ রেশন কার্ড থাকলেই এখন এই সুবিধা পেতে পারেন আপনিও। কেনোনা ২০২৩ সালের এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে ঠিক এমনটাই জানিয়েছে রাজ্যসরকার । তবে এখনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই গ্যাস সিলিন্ডারের সুবিধা সবাই পাবেন না, কেবলমাত্র BPL কার্ডধারীরাই এই সুবিধার আওতায় আসবেন।

গুরুত্বপূর্ণ নানা আপডেট উঠে এলো আধার কার্ড নিয়ে l এই কাজ না করলে এখন থেকে আর সরকারি কোনো রকম প্রকল্পের-সুবিধা পাবেন না l 

আর এছাড়াও উজ্জ্বলা যোজনার অধীনে প্রতি বছর ১২ টি সিলিন্ডার নিতে পারবেন। আর যা এখন থেকে অর্ধেক দামেই অর্থাৎ ৫০০ টাকাতেই পেয়ে যাবেন গ্রাহকরা। আসলে এই সুবিধা শুধুমাত্র রাজস্থানের মানুষরাই উপভোগ করতে পারবেন। কারণ কেবলমাত্র রাজস্থানেই এই সুবিধা উপলব্ধ রয়েছে।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে এবং কি ভাবে পাবেন l জেনে নিন তার সমস্ত খুটিনাটি তথ্য l

সামনেই ভোট, তার আগে মানুষকে নিজের দিকে টানতে এই গ্যাস সিলিন্ডার বিলি করা শুরু করেছে রাজস্থান সরকার। সেটা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আনছেন। চলছে তার প্রচারও। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আকৃষ্ট করতে নানা জনমোহিনী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মধ্যেই আছে অর্ধেক দামে সিলিন্ডার বিতরণ প্রকল্প।

এই প্রকল্প দরিদ্র ও অভাবীদের মন জয় করবে বলেই মনে করছে গেহলট সরকার। ভোটের মরশুমে ফ্রীবি রাজনীতি বেশ বেড়েই চলেছে। যদিও এই সুবিধা কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য। বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। প্রসঙ্গত দেশের চার বড় শহর দিল্লি- ১০৫৩, মুম্বাই- ১০৫২.৫,কলকাতা ১০৭৯,এবং চেন্নাইতে ১০৬৮ টাকা দাম রয়েছে গ্যাসের।

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

written by Dulal Roy

Leave a Comment