আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন ব্যবহার করাটা একটি কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাচ্চা থেকে বুড়ো সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে এই স্মার্টফোনের সঠিক ব্যবহার হয়তো কেউই করতে পারে না। অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানুষই শুধুমাত্র মাসিক ইন্টারনেট রিচার্জ করেন ভিডিও দেখার জন্য ও সোশ্যাল মিডিয়ায় সময় অতিবাহিত করার জন্যই আর ঠিক সেই কারনেই এখন সোশ্যাল মিডিয়া বলতে সবার প্রথমেই সকলের মাথায় যা চলে আসে আর সেটি হলো সকলের পরিচিত ফেসবুক প্ল্যাটফর্মটি ।
সারা বিশ্বের কয়েক কোটি মানুষ ব্যবহার করেন এি ফেসবুক প্ল্যাটফর্মটি । ছাত্র থেকে শুরু করে সাধারন মানুষজনও বর্তমানে ফেসবুক ব্যবহার করে থাকে। তাই আজ আমরা এই প্রতিবেদনে জানাতে চলেছি যে কিভাবে ফেসবুক ব্যাবহার করেও মোটা টাকা ইনকাম করা য়ায়। তো চলুন এবার ধাপে ধাপে দেখে দেওয়া যায় বিস্তারিত বিষয় সম্পর্কে।
WhatsApp Pay-এর দ্বারা 3 টাকা পাঠালে আপনিও ফেরত পেতে পারেন 105 টাকা। │WhatsApp Pay
তবে আজকের দিনে দারিয়ে অনেকের মনেই প্রশ্ন এসে থাকে যে অনলাইনে টাকা উপার্জনের উপায় কি? ,আর আজকের আময়ে দাড়িয়ে ফেসবুক থেকেই বা কিভাবে টাকা ইনকাম করা যায়? তবে বর্তমানে প্রত্যেকেরই হাত খরচের জন্য টাকা প্রয়োজন হয় আর যে প্রয়োজনীয় টাকা আমরা বাড়ির লোকেদের কাছ থেকে নিয়ে থাকি, তাই এবার পরিবারের ওপর সবসময় নির্ভর না হয়ে নিজেও একটু স্বাবলম্বী হতে চেষ্টা করে সকলেই।
তবে স্বাবলম্বী হতে চাইলেই তো আর হবে না তার জন্য উপায়ও চাই আর তার সাথে সাথেই চাই কিছু পরিমাণ ইনকামও আর আজকের দিনে দারিয়ে এসমস্ত প্রশ্নের একটাই উত্তর হতে পারে, সেটা হলো – “ফেসবুক থেকে আয় (Earning From Facebook)” ; দিনের অনেকটা সময় আমরা ফেসবুকে কাটাই। Like, Comment, Share, Post, Reels, এসব করতে করতে দিনের অনেকটা সময় আমরা ফেসবুকের পেছনেই খরচ করে ফেলি।
তবে সঠিকভাবে ফেসবুক ব্যবহার করতে জানলে আমরা ফেসবুক থেকে অনেক টাকা উপার্জন করতে পারব। তাই আজ আমরা এই প্রতিবেদনে জানাতে চলেছি যে ফেসবুক থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় সেই সমস্ত ব্যাপারে সমস্ত খুটিনাটি। তো চলুন এবার দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য কিভাবে একটি ফেসবুক একাউন্ট খুলে তার থেকেই মাসে মোটা টাকা ইনকাম করা যায়।
WhatsApp ব্যবহার করতে এখন প্রয়োজন হবে না আর ইন্টারনেটের। জেনে নিন এর গোপন কৌশল l WhatsApp New Features 2023
★ফেসবুক পেজ থেকে যেভাবে আয় করা যায়ঃ
ফেসবুক খুললে সবার প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হল নানা রকমের পেজ আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করতে থাকে। তবে এই পেজ গুলির মধ্যে যে সমস্ত পেজের কনটেন্ট এবং মান ভালো হয় সেগুলি নিউজ ফিডে প্রাধান্য পায়। আপনি যদি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে ফেসবুক পেজ খুলে মানসম্মত কনটেন্ট পোস্ট করতে পারেন ,তবে সেটিও আপনার আয়ের উৎস হতে পারে। আপনি ফুড রিভিউ, নিউজ পোর্টাল (News Portal),ট্রাভেল পেজ বা ট্রল পেজ খুলতে পারেন।
তবে মাথায় রাখতে হবে আপনার পেজের কোন কনটেন্ট যেন কোন নির্দিষ্ট জনজাতি বা জনগোষ্ঠীকে (Community) আঘাত না করে। ফেসবুক পেজের মূল অংশ হলো কনটেন্ট। আপনার কনটেন্ট যদি ভাল হয়, তবে সকলের কাছে আপনার পেজের গ্রহণযোগ্যতা বেশি হবে। আপনার পেজের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করুন।
পেজের পাশাপাশি ওয়েবসাইট ব্যবহার করলে সেটিও খুবই কার্যকরী হবে টাকা ইনকাম করার ক্ষেত্রে। আপনার পেজের কনটেন্টের সম্পর্কে বিশদে বর্ণনা করতে হবে আপনার ওয়েবসাইটে। বিনামূল্যে ওয়েবসাইট পাওয়ার জন্য আপনি ব্লগ বা ওয়ার্ডপ্রেস (Free WordPress Site) এর সাহায্য নিতে পারেন। তবে ফ্রি ডোমেইন (Free Domain) ছাড়া ও সামান্য কিছু টাকা খরচ করে আপনি নিজের জন্য একটি ফ্রেশ ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন।
অসাধারণ এই ব্যবসা করেই আপনার ভাগ্য হতে পারে পরিবর্তন, ঘরে বসেই আয় করুন মাসে 50000 টাকা │Bussiness Ideas from home
★Google AdSense কী? এবং কিভাবে এরমাধ্যমে টাকা ইনকাম করা য়ায়ঃ
Google AdSense নামে গুগলের একটি প্রোগ্রাম রয়েছে। এই এডসেন্সের মাধ্যমে ইনকাম করা সারা বিশ্বে বর্তমানে খুব জনপ্রিয়। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন (Advertisement) সরবরাহ করাই কাজ এডসেন্সের। আমরা যখন কোন ওয়েবসাইট বা ফেসবুক ইউজ করি তখন বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখতে পাই, এগুলো বেশিরভাগই এডসেন্স আমাদের দেখায়। আপনি যদি আপনার ওয়েবসাইট এবং ফেসবুক পেজের সাথে Google এডসেন্স যুক্ত করতে পারেন তবে বিজ্ঞাপন দেবার মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।