বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের সমাজের চারিপাশে নেহাতি শ্রমিক সংখ্যা কম নয়, আর বিভিন্নভাবে দেখতে গেলে দেখা যাবে যে দিনকে দিন শুধু শ্রমিক সংখ্যা বেড়েই চলেছে সমাজে। তাই এবার সমস্ত অসংগঠিত শ্রমিকদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছিল e-SRAM card এবং এর জন্য তৈরিও ছিল ই-শ্রম পোর্টাল। আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে এই পোর্টালের আবেদন করেই সমস্ত শ্রমিকরা দারুন ভাবে উপকৃত হবেন।
অসংগঠিত শ্রমিকের আওতায় কারা রয়েছেনঃ
বর্তমানে ই-শ্রম কার্ডের আওতায় যে সমস্ত কাজগুলিকে অস্থায়ী বলে ধরা হয় সেগুলি হল –
কৃষক, শ্রমিক, টোটো চালক, অটো চালক, লেবার, ড্রাইভার, নির্মাণ কর্মী, কন্ট্রাক্টার, প্রাইভেট টিচার, আশা কর্মী,অঙ্গনারী কর্মী,রিসকা চালক, ফল বিক্রেতা, মিড ডে মিলের কর্মীরাও এই শ্রমিক কার্ডের আওতায় আসবেন।
আর এরাই বর্তমানে ই-শ্রম কার্ডের আওতায় অসংগঠিত শ্রমিক। আর এই শ্রমিক কার্ডের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অনায়াসেই। আর এই শ্রমিক কার্ডে আপনি নিজের টা নিজে থেকেই তৈরি করতে পারবেন ঠিক তখনই যখন আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে।
আর ঠিক তখনই আপনি ঘরে বসে নিজেই বানিয়ে ফেলতে পারবেন e-SRAM কার্ড অথবা শ্রমিক কার্ড। এবং এই ই-শ্রম পোর্টালে ইতিমধ্যেই নতুন আপডেট এসেছে, আর এই আপডেট অনুযায়ী Pradhan mantri MaanDhan Yojana তে আবেদন করলে আপনিও পেয়ে যেতে পারেন নগদ ৩০০০ টাকা।
WB Primary TET 2022 Results। খুব শীঘ্রই ২০২২ টেট পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে, ঘোষণা পর্ষদ সভাপতির।
★e-SRAM কার্ডের কি কি সুবিধা পাওয়া যায়ঃ
১) এই কার্ড হল সারা ভারতের অসংগঠিত শ্রমিকদের নিয়ে তৈরী একটা নতুন পোর্টাল।
২) এই কার্ড একজন শ্রমিকের স্বতন্ত্র পরিচয়পত্র হিসাবে কাজ করবে।
৩) এই কার্ড যিনি করেন, তার সমস্ত তথ্য সরকারের কাছে সাথে সাথে পৌঁছে যায়।
★এখানে আবেদনের জন্য কিছু শর্ত রয়েছেঃ
১) বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
২) মাসিক ইনকাম ১৫০০০ টাকার কম থাকতে হবে।
৩) EPS/NPS/ESIS এর সদস্য হলে এখানে আবেদন করা যাবে না।
৪) আপনার যদি ইনকাম ইনকাম ট্যাক্স ফাইল থেকে থাকে তাহলেও আপনি এই কার্ডের আওতা থেকে বঞ্চিত হবেন
★e-SRAM কার্ড আবেদন পদ্ধতি ও E shram Card Status
আধার কার্ড, মোবাইল নম্বর ও ব্যাংক একাউন্ট বাধ্যতামূলক থাকতে হবে। আবেদন করার ক্ষেত্রে CSC সেন্টারে গিয়েই আবেদন করতে হবে। এবং এছাড়া আপনি বাড়িতে বসে নিজেও আবেদন করতে পারবেন PMSYM-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সে ক্ষেত্রেও আপনার আঁধার টি মোবাইল নাম্বারের সাথে যুক্ত করা থাকতে হবে।
এছাড়া ও যদি আপনার আবেদন করা থাকে তাহলে আপনি স্ট্যাটাস ও চেইক করতে পারবেন ।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।