দুয়ারে রেশন নিয়ে দুর্নীতি চলে আসছে অনেক আগে থেকেই । আর এই দুর্নীতি রুখতে সরকারের তরফ থেকে সহস্র নিয়মও আনা হয়েছে। বহুবার বদলেছে রেশন তোলার নিয়ম। কিন্তু তাতেও কখনোই ঠেকানো যায়নি দুর্নীতিবাজদের। প্রত্যহ জমা হচ্ছে একাধিক অভিযোগ। আর এতে করে সরকারের তো ক্ষতি হচ্ছে হচ্ছেই, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের আপামোর জনসাধারণ।
এই দুর্নীতির বেশ কিছু উদাহরণ আছে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি অন্য অন্য একজন ব্যক্তির রেশন কার্ড দেখিয়ে রেশন তুলে নেয়, মৃত ব্যাক্তিদের রেশন কার্ড দেখিয়ে রেশন তুলে নিয়ে যাওয়া ইত্যাদি। তাছাড়া রেশন তোলার সময় আঙুলের ছাপ বসিয়ে , মোবাইল ফোনে OTP আসা এই সকল নিয়ম বানিয়েও কোন প্রকারেই অনিয়ম রোখা সম্ভব হচ্ছিল না সরকারের তরফে।
রেশন কার্ড থাকলেই মাএ ৫০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে Gas Cylinder, কিন্তু কারা পাবেন ?
আবার গ্রাহকদের তরফ থেকে এমনও অনেকেই অভিযোগ করেছেন যে, “সর্ষের মধ্যেই নাকি ভূত আছে”। তবে সম্প্রতি রাজ্য সরকার আরও একবার দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ যেহেতু রেশন ডিলারদের-কে বলা হয়েছিল কোনো গ্রাহক যেন খালি হাতে না ফিরে যায়,এবং তাতেই হুড়হুড়িয়ে বাড়ছিল দুর্নীতি।
কয়েকদিন আগের এক বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে খাদ্য দফতরের এক আধিকারিক জানান, আধার কার্ড না থাকলেও কাউকে তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করা যাবে না। আর এরই সুযোগ পেয়েছিল দুর্নীতিবাজরা। এরপর অনেক গ্রাহকের মোবাইল ফোনে OTP পাঠানোর ব্যবস্থা আনা হয়েছিল। কিন্তু অনেকেই গ্রাহকের মোবাইল এনে রেশন তুলে নিচ্ছিলেন বলেও জানা যায়।
গুরুত্বপূর্ণ নানা আপডেট উঠে এলো আধার কার্ড নিয়ে l এই কাজ না করলে এখন থেকে আর সরকারি কোনো রকম প্রকল্পের-সুবিধা পাবেন না l
আবার দেখা যায় বেশ কিছু গ্রামে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা তো রয়েছেই। আর তাই এবার চোখের মণি স্ক্যান করে রেশন দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ অনেক সময় বয়স্কদের হাতের আঙুলের ছাপ সহজেই মেলেনা । তখন তাদের সমস্যায় পড়তে হয়। আবার এটাও চিন্তার বিষয় যে,চোখের মণি নিয়ে কোনো স্ক্যান করা অতটাও সহজ হবেনা।
যেহেতু আধার কার্ড বানানোর সময় সকলের চোখের মণি স্ক্যান করা হয়, তাই এটাই সবচেয়ে ভালো উপায় হবে বলে মনে করছে সকলেই।
রাজ্য সরকারের তরফ থেকে সবাইকে রেশন এবং আধার কার্ডের লিঙ্কও অতিসত্বর করিয়ে নিতে বলা হয়েছে। পাশাপাশি নিজের মোবাইল নম্বরকেও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানোর কথাও বলেছেন। সম্ভবত আগামী মাস থেকেই চালু হতে চলেছে এই নতুন নিয়ম।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।
Written by: Subir barman