বর্তমানে ভারত হল নানান জাতি গোষ্টির মিলিত দেশ। আর এই দেশে বিভিন্য সম্প্রদায়ের উন্নতির জন্য রয়েছে বিভিন্ন রধনের সরকারি ও বেসরকারি স্কিম, স্কলারশিপের সাথে আরো নানান সুযোগ-সুবিধা আর মূলত এই সমস্ত সূযোগ সুবিধে পাওয়ার জন্য সকলের কাছেই যে জিনিসটি বাধ্যতামূলক ভাবে থাকতে হয় তা হল কাস্ট সার্টিফিকেট।
তবে আগে কাস্ট সার্টিফিকেট পাবার জন্য,বিডিও অফিসে গিয়ে বহু লোকের লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিলাপ করে তারপর সেখান থেকেই সংগ্রহ করতে হতো আর যার জন্য সকলকে নানা ঝামেলা পোয়াতেও হতো। আর তাই এখন এই কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এক অপশন যুক্ত করা হয়েছে।
যার মাধ্যমে আপনি খুব সহজেই এখন অনলাইন থেকে নিজের ঘরে বসেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন ,তাই আজ আমরা এই প্রতিবেদনে জানাতে চলেছি যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে খুব সহজেই কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করা যায়, ডাউনলোড পদ্ধতি গুলি নিচে একে একে দেওয়া হল –
নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর ই-শ্রম কার্ডে আবেদন করলে আপনিও পেয়ে যেতে পারেন নগদ ৩,০০০ টাকা l E shram Card Status
বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই ডাউনলোড করুন কাস্ট সার্টিফিকেট।
★যে ভাবে ডাউনলোড করতে হবেঃ
১) প্রথমে নিজের ফোনে বা কম্পিউটারে গুগল ওপেন করে সেখানে টাইপ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের নাম https://castcertificatewb.gov.in/
২) এরপর আপনার সামনে খুলে যাবে Welcome to Backward Classes Welfare Department লেখা একটি পেজ।
৩) এরপর পেজে থাকা অপশনের নীচে Download Certificate বলে একটি অপশনে ক্লিক করতে হবে।
৪) Download Certificate-এ ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যাবে Download Digitally sign Certificate নামে।
৫) নতুন পেজে থাকবে Application No./ Certificate No., Name ও Date Of Birth নামে তিনটি ঘর। এই ঘর গুলি সঠিক ইনফরমেশন দিয়ে পূরন করতে হবে।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।