নতুন বছরের ফেব্রুয়ারি মাসে আপনি কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত মাল পেতে পারেন দেখে নিন বিস্তারিত। Digital Ration Card

বর্তমান সময় দাড়িয়ে রাজ্যের রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে রেশন কার্ড এর মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন দেশের প্রায় ৮০ কোটি জনগন। আর এই বিনামুলি রেশন সামগ্রী দেওয়া শুরু হয়েছে অতি মারির পর থেকেই তবে যা বর্তমানে এখনও চালু রয়েছে শুধুমাত্র সাধারণ ও দরিদ্র মানুষের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার।

সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখছি যে মূলত এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা দেওয়া হয়ে থাকে উপভোক্তাদের । প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রেই খাদ্যশস্যের পরিমাণেরও বিস্তর ফারাক রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক নতুন বছরের ফেব্রুয়ারি মাসে কোন ক্যাটাগরির রেশন কার্ডে কত মাল পাচ্ছেন উপভোক্তারা। নিচে বিস্তারিত লিস্ট দেওয়া হল।

ঘরে বসে নিজের মোবাইল থেকেই AAY রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করুন। কি ভাবে করবেন দেখে নিন। Ration card update 2023

★সবার প্রথমে জেনে নিন ডিজিটাল রেশন কার্ডের মধ্যে কত প্রকার রেশন কার্ড রয়েছেঃ

মোট 5 টি ক্যাটাগরীর ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যেগুলি হল-

১) AAY (অন্তদয় ক্যাটাগরি)
২) PHH
৩) SPHH
৪) RKSY-I
৫) RKSY-II

নিচে দেওয়া হলো কোন ক্যাটাগরীর রেশন কার্ডে কত কিলো করে রেশন মিলবে।

★দেখে নেওয়া যাক কোন কার্ডে কত মাল পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসেঃ

১) চলতি মাসে AAY ক্যাটাগরীর কার্ডে বিনামূল্যে 21 কেজি চাল এবং 13 কেজি 300 গ্রাম আটা বা 14 কেজি গম পাওয়া যাবে। সঙ্গে এই কার্ডের অন্তর্ভুক্ত প্রত্যেক পরিবারকে 1 কেজি করে চিনি দেওয়া হবে (13 টাকা 50 পয়সার বিনিময়ে)।

২) PHH রেশন কার্ডে বিনামূল্যে কার্ডপিছু 3 কেজি করে চাল এবং 1 কেজি 900 গ্রাম করে আটা বা 2 কেজি গম দেওয়া হবে।

দুয়ারে রেশন প্রকল্পে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন, এই নিয়ম অমান্য করলে আর পাবেন না রেশন সামগ্রী │Duare Ration new rules 2023

৩) SPHH রেশন কার্ডে মাথা পিছু 3 কেজি করে চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা বা 2 কেজি করে গম দেওয়া হবে।

৪) RKSY-I কার্ডে ফেব্রুয়ারি মাসে বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়া হবে।

৫) RKSY-II কার্ডে ২ কেজি করে চাল দেওয়া হবে।

written by Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment