রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবার দারুন একটি সুখবর কেননা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জুভেনাইল জাস্টিস বোর্ডের পক্ষ থেকে নদীয়া জেলায় উচ্চ মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। কিছু প্রার্থীরা সকলেই এখানে আবেদন করতে পারবেন।
আর এই নিয়োগের সবচেয়ে বড় দিক হল এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন জানাতে পারেন, তো চলুন এবার জেনে নেওয়া যাক এই নিয়োগের আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা থেকে শুরু করে বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে।
রাজ্যের DM অফিসে নতুন স্টাফ নিয়োগ। মসিক বেতন ১৪ হাজার টাকা। আজই আবেদন করুন l WB DM Office job 2023
★যে সমস্ত পদে কর্মী নেওয়া হবেঃ
এই নিয়োগের মাধ্যমে মূলত অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদেই কর্মী নিয়োগ করা হবে।
★শিক্ষাগত যোগ্যতাঃ
এই নিয়োগে আবেদনের জন্য প্রত্যেকটি প্রার্থীকে ন্যূনতম যেকোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবং প্রত্যেকটি প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাস হওয়ার সাথে সাথে কম্পিউটার চালানোর পুরোপুরি অভিজ্ঞতা থাকতে হবে।
★মাসিক বেতনঃ
এই নিয়োগে কর্মরত সমস্ত কর্মীদের মাসিক ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
★এখনে যেভাবে কর্মী নিয়োগ করা হবেঃ
এই কাজের জন্য মূলত তিনটি ধাপেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে যারা লিখিত পরীক্ষায় পাস করবেন তাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। আর তারপরই নেওয়া হবে মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ।
★বয়স সীমাঃ
এই নিয়োগে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাও সেটা আবার ০১/০১/২৩ অনুসারে।
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
এই নিয়োগে আবেদনের জন্য পুরোপুরি অফলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে পদ্ধতিগুলি নিচে দেওয়া হল –
সবার প্রথমে প্রার্থীরা নিজের নাম ও বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে প্রার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।
কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় নৌবাহিনীতে সেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন আবেদন পদ্ধতি │Indian Navy Job 2023
★প্রয়োজনীয় নথিপত্রঃ
১) বয়সের প্রমানপএ।
২) আধার কার্ড ও ভোটার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
৪) জাতিগত প্রমানপএ।
৫) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
★আবেদনের শেষ তারিখঃ(Application Last Date)
এখানে আবেদন শুরু হয়েছে ০৬.০২.২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ০৩.০৩.২০২৩ তারিখ পর্যন্ত।
★আবেদন পএ জমা দেওয়ার ঠিকানাঃ
Social Welfare Section, Office Of The District Magistrate, Nadia, Krisnanagar Pin-741101.
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।