নিজের মোবাইল থেকে অনলাইনে ট্রেনের কনফার্ম টিকিট বুকিং করার সহজ পদ্ধতি l জানালো রেল কতৃপক্ষ | Confirm Train Ticket Booking

চলতি বছরেরই নানা উৎসব ও নানা কাজকর্মের  মধ্য দিয়েই কিভাবে যেন দেখতে দেখতে ২০২২ সাল প্রায় শেষের পথেই চলে এসছে।  আর ঠিক দুদিন পরেই রয়েছে বড়দিনের উৎসব আর তারপরই চলে আসবে নতুন বছর ২০২৩ সাল আর এই নতুন বছরে ও এই শীতের মরশুমে  

প্রায় সকলেই চায় একটু ভ্রমণ করতে যেতে, আর এই ভ্রমনে যেতে গেলে সবার প্রথমেই প্রয়োজন ঠিকঠাক একটা প্ল্যানিংয়ের,তবে  বর্তমান সময়ে দূরপাল্লায় কোথায় বেড়াতে যাওয়ার কথা ভাবলেই প্ল্যানিং মাফিক সবকিছু ঠিকঠাক থাকলেও সঠিকভাবে মেলেনা ট্রেনের কনফার্ম টিকিট বা ট্রেনের কনফার্ম সিট ।

 যে কারণে ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রী সহ দূরপাল্লার যাএীদের ও, আর হয়তোবা এই সমস্যাটি কেবলমাত্র আপনারই নয়, এই সমস্যাটি কমবেশি প্রত্যেকটি প্যাসেঞ্জারকেই কম বেশি ফেস করতে হয়। আর আজকের দিনে দারিয়েও প্রচুর পরিমাণে যাত্রীরাই দূরপাল্লার ট্রেনে যাএা  করে থাকেন। আর যে কারণেই বর্তমানে ট্রেনের কনফার্ম টিকিট একটি কনফার্ম সিট পাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁডিয়েছে।

 আর প্রত্যেকটি প্যাসেঞ্জারই চান দূর পালায় সফরের আগেই যেন তার টিকিটটি পাকাপাকিভাবে কনফার্ম থাকে। যাতে ট্রেনে উঠে সিট নিয়ে তাকে কোন রকম কোনো বড়ো ভোগান্তির শিকার হতে না হয়। আর যে কারণেই সকল প্যাসেঞ্জারই চায় যে তার সিট কনফার্ম বুকিং থাকু,  তাহলেই ভ্রমণে একটু নিশ্চিন্তি আসে। তাই আজ আমরা এই প্রতিবেদনে জানাতে চলেছি যে ট্রেনের কনফার্ম টিকিট খুব সহজেই কিভাবে বুক করে নিতে পারবেন, আর এই ট্রেনর কনফার্ম টিকিট বুকিং প্রক্রিয়ার কৌশল জানতে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে। 

★যেভাবে অনলাইনে ট্রেনের টিকিট খুব সহজেই বুক করবেনঃ

১) ট্রেনে ওঠার আগেই পুরো তালিকা তৈরি করে নিন নিজের সুবিধার্থে যাতে ট্রেনে ট্রাভেল করতে কোনোরকম সমস্যা না হয়৷ যাএা শুরু করার  আগে থেকেই সমস্ত ডিটেইল নিজের প্রোফাইলে সেভ করে রাখুন। এর মধ্যে থাকবে নাম ও বয়স ইত্যাদি। এই তালিকাটি IRCTC-তে তৈরি করা আপনার অ্যাকাউন্টের প্রোফাইল বিভাগে তৈরি করতে পারেন। যদি তালিকাটি আগে থেকে তৈরি থাকে, তাহলে টিকিট বুকিংয়ের সময় এই ডিটেইল গুলি পুনরায় পূরণ করতে হবে না এবং যার কারনে  কিছুটা হলেও সময় বাঁচবে যাএীদের। 

২) যাএা শুরু করার আগেই লগইন করে তৈরি থাকুন। তবে কোনো ভাবেই তত্কাল বুকিং খোলার জন্য অপেক্ষা করবেন না, তার আগেই আপনার নিজের আইডি লগ-ইন করুন। আইডি লগইনের পাশাপাশি, ট্রেনের রুট, স্টেশন কোড, বার্থ নির্বাচনের মতো ডিটেইলস গুলি আগে থেকে পূরণ করুন এবং তত্কাল কোটা খোলার সাথে সাথে আগে থেকে সেভ যাত্রী তালিকায় যাত্রীদের নাম নির্বাচন করুন এবং তারপরই চলে যান পেমেন্ট মোডে। 

৩) ব্যাঙ্ক ডিটেইলস এবং CVV সামনে রাখুন

প্যাসেঞ্জার লিস্ট আগে থেকে তৈরি করে এবং আইডি লগইনে ডিটেইল পূরণ করলে আপনার অনেক সময় বাঁচবে। তবে পেমেন্ট এর কথা আসতেই লোকেরা বিভ্রান্ত হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনার ব্যাঙ্কের ডিটেইলস আগে থেকেই ঠিক করে রাখুন। যদি সম্ভব হয়, কাউকে কাছাকাছি বসিয়ে দিন যাতে সে নম্বরটি বলতে থাকে এবং আপনি দ্রুত টাইপ করতে পারেন। তারপর যেই নম্বরে OTP আসবে সেটি আনলক করুন এবং সেই নম্বরটি আপনার কাছে রাখুন।

৪)  কোনো রকম OTP ছাড়াই পেমেন্ট করুনযখন ব্যাঙ্কিং ডিটেইলস দিয়ে পেমেন্ট করা হয়, তখন রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP পাঠানো হয়, যেটা ভেরিফাই করে পেমেন্ট করা হয়। যাইহোক, IRCTC-তে পেমেন্ট করার অনেক উপায় রয়েছে, যার মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট এবং UPI ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমার মতে আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে UPI বেছে নেওয়া ভাল। এইভাবে, আপনাকে আপনার UPI পাসওয়ার্ড দিতে হবে এবং এর জন্য কোন OTP এর ও প্রয়োজন হবে না।

Leave a Comment