ATM কার্ড ছাড়াই এবার টাকা তোলা যাবে এটিএম থেকে। শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করেই। কিভাবে তুলবেন জানুন পদ্ধতি। Cash withdrawal without ATM card

একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চলতে গিয়ে নানান রকমের সমস্যা জীবনে এসে থাকে কিন্তু এই সমস্যা কখনই কাউকে জানিয়ে আসেনা। আর বিশেষ করে আমাদের এই ব্যস্ত জীবনে আমরা ভুলবশত এমন কিছু করে ফেলি যার কারণেই আমাদের ছোটোখাটো ভুলের মুখে পড়তেই হয়। ধরুন আপনি দূরে কোথাও ঘুরতে গেলেন আর ঠিক সেই সময়ই এমন হয় যে তাড়াহুড়োর কারণে বাইরে বেরোনোর সময় নিজের মানি ব্যাগ ছেড়েই বাইরে বেরিয়ে পরি।

আর যেই কারনেই আমাদের নানারকম সমস্যায় পড়তে হয়, আর তখন আমাদের কাছে, নগদ টাকা এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এর মধ্যে কোনোটাই থাকে না কারন আমরা তো ভুল বসত আমাদের মানি ব্যাগটাই বাড়িতে ফেলে যাই। আর এই সময় স্বাভাবিকভাবেই আমাদের নানান দুসচিন্তায় পড়তে হয়। তবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে য়ে এখন তো UPI বা অনলাইন পেমেন্টের যুগ।

অ্যান্ড্রয়েড ডিভাইসে কীভাবে Wi-Fi পাসওয়ার্ড শেয়ার করবেন l জেনে নিন পদ্ধতি l Wi-Fi sharing

যে কোনো দোকান-বা বাজার থেকে শুরু করে অটো রিক্সাতেও স্মার্টফোন এবং ইন্টারনেটের মাধ্যমে পেমেন্ট করা যায়, তাহলে চিন্তার কী? তবে সেক্ষেত্রে একটা কথাই পড়ে থাকে আর সেটা হল যে ধরুন কোনো জায়গাতে UPI পেমেন্টের সুবিধাও উপলব্ধ নেই, কারবার শুধু নগদ টাকা বা ক্যাশের। তাহলে কী করবেন? তো চলুন আজ এই প্রতিবেদনের মাধ্যমে সেই মুশকিল আসানের উপায়ই সম্পর্কেই জেনে নিই।

★ATM থেকে এবার UPI দিয়েই তোলা যাবে টাকাঃ

সব জায়গায় ইউপিআই পেমেন্ট গ্রহণযোগ্য না হলেও, আপনি প্রয়োজনে ইউপিআইয়ের মাধ্যমেই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। আসলে বর্তমানে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল বা আইসিসিডব্লিউ (ICCW) নামে একটি সুবিধা বিদ্যমান যা কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে দেয়।

★এই পরিষেবাটি যে সমস্ত ব্যাংকের এটিএম এ উপলব্ধ থাকেঃ

১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)।
৩) এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক।
এবং অন্যান্য কিছু ব্যাঙ্কের এটিএম পরিষেবার ক্ষেত্রে উপলব্ধ।

★ATM থেকে নগদ টাকা কীভাবে তুলবেন UPI ব্যবহার করে দেখে নিনঃ

১) UPI দিয়ে এটিএমে ক্যাশ তুলতে প্রথমে যে কোনো এটিএম মেশিনের কাছে যান এবং স্ক্রিনে প্রদর্শিত ‘ক্যাশ উইথড্রয়াল’ (Cash Withdrawal) অপশনে ট্যাপ করুন।

২) তারপর ইউপিআই অপশনটি নির্বাচন করুন।

সারাদিন মোবাইল না ঘেঁটে ফেসবুক থেকে ইনকাম করার সহজ পদ্ধতি গুলি দেখে নিন। কি কি করতে হবে ধাপে ধাপে দেখে নিন। Facebook Earning

৩) এক্ষেত্রে এটিএম স্ক্রিনে একটি কিউআর (QR) কোড প্রদর্শিত হবে। ফোনে যেকোনো ইউপিআই অ্যাপ খুলে এবং এটিএম মেশিনের ওই কোড স্ক্যান করুন।

৪) পরবর্তী ধাপে আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখুন। মনে রাখবেন এই পদ্ধতিতে আপনি ৫ হাজার পর্যন্ত নগদ তুলতে পারবেন।

৫) টাকার অ্যামাউন্ট লিখে তারপরে নিজের ইউপিআই পিন লিখুন এবং ‘প্রোসিড’ (Proceed) অপশনে ক্লিক করুন। এতে আপনি এটিএম মেশিন থেকে নগদ টাকা সংগ্রহ করতে পারবেন।

Written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment