আজই নতুন ব‍্যবসা শুরু করুন নিজের হাত খরচের ৫০০০ টাকা থেকেই l লাভের  পরিমান দেখলে চমকে যাবেন আপনিও l Business Ideas

Business Ideas: বর্তমানে আজকের দিনে দারিয়ে যে কোনো চাকরিই,তা সরকারি হোক বা বেসরকারি সবই হল পরের গোলামি খাটা। তাই চাকরি ছেড়ে বা চাকরির পাশাপাশি নিজের স্বাধীনতা কে বজায় রেখে নিজের ইচ্ছে মতো একটা ব্যবসা করে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চায় না এমন লোক পৃথিবীতে নেই বললেই চলে। তবে যে কোনো নতুন ব‍্যবসা শুরু করার আগে যেটার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটি হলো মূলধন বা পুজির। 

আর যেটি সবাই যোগাড় করে উঠতে পারে ন,  তবে এবার কেমন হয় যদি অল্প  পুঁজিতেই লাভবান হওয়ার সুযোগ বা আইডিয়া পাওয়া যায়? কিন্তু আজকের এই নতুন ব্যবসায় 

আইডিয়ায় আপনি মাত্র ৫ হাজার টাকা থেকেই  শুরু করতে পারেন। আর যেখান থেকে আপনি লাভ করতে পারবেন প্রচুর টাকা, তবে তবে এই ব্যবসার আইডিয়া সম্পর্কে পুরো বিস্তারিতভাবে জানতে ভিলেনটি শেষ পর্যন্ত পড়ুন –

বর্তমানে এই সমস্ত আইডিয়াগুলি প্রয়োগ করেই  সামান্য কিছু পুঁজি বিনিয়োগ করে আপনিও হয়ে যেতে পারেন লাখপতি। তবে যে কোনো নতুন ব্যবসা শুরু করতে গেলে সবার প্রথমে মনে কাজ করে একটা চিন্তা-ভাবনাই আর হলো পুঁজি পাব কোথায়, এই ভেবেই ব্যবসা করতে চাইলেও পারেন না অনেকেই। 

নতুন ব‍্যবসা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি মাথার মধ্যে আছে তা হল পুঁজি। মোটা টাকার বিনিয়োগ ছাড়া ব্যবসায় লাভ করা কঠিন। যেকোনো নতুন ব‍্যবসা করতে গেলেই একটা বিরাট পরিমানে মূলধনের প্রয়োজন হয়ে পড়ে। তারপর সেই ব্যবসা শুরু করলে সেখান থেকে কতখানি লাভ হবে, তার আইডিয়া থাকে না কারোই। 

কারণ বর্তমান বাজারে প্রায় সব ব্যবসার দিক দিয়েই প্রচুর পরিমানে রয়েছে প্রতিযোগিতা। 

Business Ideas Under 5000

তাই আজ আমরা এমন কিছু Business Ideas সম্পর্কে জানাতে চলেছি, যেখানে সামান্য কিছু পুজি বিনিয়োগ করেই আপনিও আয় করতে পারবেন  লক্ষ লক্ষ টাকা। আজকের দিনে প্রচুর মানুষ এখনো কর্মহীন হয়ে রয়েছেন পেটে ভালো বিদ্যে বুদ্ধি থাকা সত্ত্বেও। 

আর সেখানে ভারতবর্ষের অবস্থা তো আরো খারাপ রয়েছে কর্মসংহানের দিক দিয়ে তা সরকারিই আর বা বেসরকারি সব ক্ষেত্রেই কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে, তাই এখন আপনি এই সমস্ত আইডিয়া কাজে লাগিয়ে নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করে  লাভবান হতে পারেন আপনিও।তাই আর দেরি না করে আজই শুরু করুন এই সমস্ত ব্যবসা গুলি।

যে সমস্ত ব্যবসা গুলি আপনি শুরু করতে পারেন অল্প পুঁজিতেইঃ

১) অনলাইন শিক্ষকতা (Online Teaching)

 অনলাইনে আপনার পছন্দের বিষয়টি শিখিয়ে ঘরে বসেই ভাল রকমের আয় করা সম্ভব। বিষয়টি হতে পারে পড়াশোনা, বাদ্যযন্ত্র বা ভাষা শিক্ষা। আপনার দক্ষতা ও আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করুন বিষয়। নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে বিনা বিনিয়োগেই আয় করতে পারবে।

২) খাবারের হোম ডেলিভারি (Delivery Boy) :

বর্তমান ব্যস্ততার যুগে বাড়িতে রোজ রান্না করার সুযোগ হয় না অনেকেরই, আবার প্রতিদিন হোটেলের খাবারও খেতে চান না বেশিরভাগ। এই চাহিদা মেটাতেই শুরু হয়েছিল খাবারের হোম ডেলিভারির ব্যবসা। নিজের বাড়িতে রান্না করে পৌঁছে দিন বাড়ি বাড়ি

৩) অনলাইন বেকারি (Online Bakery)

কেক, কুকিস্ বানাতে ভালবাসেন? আত্মীয়-বন্ধুদের জন্মদিন-অ্যানিভারসারিতে আপনার বানানো কেকের বিশাল চাহিদা? তাহলে এই কাজটিও হয়ে উঠতে পারে আপনার নতুন ব্যবসার সুপারহিট আইডিয়া। ওভেন-ফ্রেশ বেকারি আইটেমের চাহিদা প্রচুর, আর তা যদি আপনি একেবারে।

৪) ট্রাভেল এজেন্সি (Travel Agency)

অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে হলে বাসের টিকিট বুকিংয়ের ব্যবসার কথা ভাবতে পারেন। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন। স্বল্প মূলধনে ব্যবসা করতে চাইলে সব থেকে সহজ উপায় হল হোস্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। 

৫) ট্যুর গাইড (Tour Guide)

বেড়াতে যেতে ভালবাসেন বেশিরভাগ মানুষই। আর বাঙালির তো পায়ের তলায় সর্ষে। যার জন্য তারা অনেক সময়েই নির্ভর করে ট্যুর গাইডের ওপর। ফ্লাইট, ট্রেনের টিকিট বুকিং, হোটেল বুকিং থেকে শুরু করে সম্পূর্ণ ট্যুরটি প্ল্যান করা পুরোটার দায়িত্ব আপনার।

৬) ইউটিউব চ্যানেল (Youtuber)

 ঘরে বসেই আয় করার আরও একটি সহজ উপায় ইউটিউব চ্যানেল। শিক্ষামূলক থেকে রান্না শেখানো, লাইফ হ্যাকস্ থেকে বেড়ানো, বিষয় হতে পারে যে কোনও। চ্যানেলের ফলোয়ার বাড়াতে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। স্মার্টফোনে ভিডিও তুলেও আপলোড করতে পারেন। 

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment