বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি ঘরে বসেই মাসিক ৮০ থেকে ৯০ হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখন এসবিআই SBI এমনটাই সুযোগ দিচ্ছে সাধারন গ্রাহকদের জন্য। আর এই ইনকাম টি করা যাবে নিজের জায়গায় ATM মেশিন বশিয়েই।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SBI ATM ফ্র্যাঞ্চাইজি বিজনেস দিয়ে ঘরে বসে আয় করার সুযোগ দিচ্ছে, তবে এই ব্যবসা করতে সাধারন গ্রাহকদের মানতে হবে কিছু শর্তাবলী ,তা মাথায় রেখেই এবার আপনিও আবেদন করতে পারেন এই এটিএম মেসিনের ব্যবসায়। তো চলুন এবার দেখে নেওয়া যাক সেই শর্তাবলী গুলি সম্পর্কে। কী সেই শর্তাবলী।
চাকরির পাশাপাশি বাড়িতে বসেই Online Income করতে চান? জেনে নিন এই ১০ টি আকর্ষণীয় অনলাইন কাজ সম্পর্কে │Online Income Ideas
★এই ব্যবসা শুরু করতে যে পরিমাণ মূলধনের প্রয়োজনঃ
বন্ধুরা আপনাদের আগেই জানিয়ে রাখি যে SBI এটিএম ATM ফ্র্যাঞ্চাইজি অফার হল একটি কম খরচে বিনিয়োগ ব্যবসা। যেই ব্যবসার মাধ্যমে, আপনি প্রতি মাসে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা আয় করতে পারেন। তবে এই ব্যবসার একটি গুরুত্ব পূন্য দিক হল আপনি যেই লোকেশনেই এটিএম (ATM) বশান না কেনো সেই এটিএম থেকে প্রতিদিন ৩০০ থেকে ৫০০টি লেনদেন হলে পরে তবেই টাকা একজন এটিএম (ATM) মালিক টাকা পাবেন।
প্রথম অবস্থায় এই ATM ফ্র্যাঞ্চাইজির ব্যবসা খোলার জন্য আপনাকে মোট ৫ লক্ষ্য টাকা বিনিয়োগ করতে হবে । যার মধ্যে ২ লক্ষ হল SBI দ্বারা সংরক্ষিত ফেরতযোগ্য। আর বাকি ৩ লক্ষ হল কার্যকরী মূলধন। তবে সেক্ষেত্রে আপনি যদি চুক্তি শেষ হওয়ার আগেই কোনও কারণে ATM চালানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে SBI শুধুমাত্র ১ লাখ টাকাই ফেরত দেবে। SBI ফ্র্যাঞ্চাইজিতে এটিএম থেকে নগদে টাকা তোলা কিংবা জমা দেওয়ার ক্ষেত্রে ৮ টাকা এবং ক্যাশলেশ পরিষেবা এটিএমে ব্যবহার করা হলে প্রতি ক্ষেত্রে ২ টাকা মেলে এটিএম বসানো মালিক দের।
ATM থেকে কত লেনদেন হলে পরে কত টাকা এটিএম বসানো মালিক পেতে পারেন দেখে নিনঃ
সেক্ষেত্রে একটি এটিএম থেকে যদি গড়ে প্রতিদিন ৩৫০ বার লেনদেন হয়। তাহলে সেটি মাসের ৩০ দিন হিসাবে সেই লেনদেন টি ১০,৫০০টি লেনদেন হয়ে থাকে । কিন্তু এবার বড় বিষয় হল যে এই লেনদেনগুলি যদি টাকা তোলা কিংবা জমা দেওয়ার মতো হয় তাহলে প্রতিক্ষেত্রে ৮ টাকা মেলার কথা এটিএম মালিকের ফলে সেক্ষেত্রে মাসে ৮৪,০০০ টাকা পর্যন্ত মিলতে পারে এটিএম মালিকের।
নিজের জায়গায় এটিএম মেশিন বসাতে গেলে যে ধরনের রুম থাকা আবশ্যিকঃ
এটিএম-এর জন্য বাণিজ্যিক স্থান ৫০ থেকে ৮০ বর্গফুট হওয়া উচিত। এনং আপনি যে লোকেশনে এটিএম বসাবেন, সেই এটিএম এর অবস্থান থেকে ১০০ মিটারের মধ্যে অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থাকতে পারবে না। তবে এই এটিএম ব্যবসা খুলতে চায় সেই ব্যক্তিকে প্রতিদিন কমপক্ষে ৩০০ বা তার বেশি লেনদেনের হওয়ার গ্যারান্টি দিতে হবে। এটিএম সুরক্ষার জন্য একটি শক্ত কংক্রিটের ছাদ থাকা প্রয়োজন। এটিএম V-SAT ইনস্টলেশনের জন্য কর্তৃপক্ষ বা সমিতির কাছ থেকে এনওসি শংসাপত্র প্রাপ্ত করা বাধ্যতামূলক।
সারাদিন মোবাইল না ঘেঁটে ফেসবুক থেকে ইনকাম করার সহজ পদ্ধতি গুলি দেখে নিন। কি কি করতে হবে ধাপে ধাপে দেখে নিন। Facebook Earning
★এটিএম মেশিন নেওয়ার জন্য যে নথিপত্র থাকতে হবেঃ
এই SBI এটিএম ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনাকে বাধ্যতামূলক kYC যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে। আর এর মধ্যে রয়েছে আইডি প্রমাণের জন্য প্যান, আধার বা ভোটার কার্ড, ঠিকানা প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল, রেশন কার্ড এবং ব্যাঙ্কের পাসবুক, ৪টি পাসপোর্ট আকারের ছবি, বৈধ ইমেল আইডি, রেজিস্ট্রার করা ফোন নম্বর এবং জিএসটি নম্বর ইত্যাদি।
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
SBI ATM ফ্র্যাঞ্চাইজি আবেদনের জন্য স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেও করা যেতে পারে। এবং আবেদন করার পরে, SBI ATM ফ্র্যাঞ্চাইজি টিমের তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনাকে SBI-এর কাছে একটি আবেদনপত্র পূরণ করতে বলা হবে। সেই ফ্রম টি পূরণ করে জমা দিলেই আপনি এটিএম মেশিন পেয়ে যাবেন এবং আপনার ব্যবসাও চালু হয়ে যাবে।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।