কবে থেকে চালু হবে BSNL 5G পরিষেবা, তার সম্ভাব্য দিন তারিখ জানালেন অশ্বিনী বৈষ্ণব। | BSNL 5g Launch Date

BSNL 5g launch date :সারা দেশ জুড়ে ইতিমধ্যেই 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে, যার কারনে বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের এই পরিষেবা গ্রাহকদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে দারুন তৎপরতার সাথে  কাজ করছে চলেছে সর্বক্ষণ। তবে Reliance Jio এবং Airtel চলতি বছরের শেষের দিকে এসেও তারা সারা দেশ জুড়ে 5G পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রা ছুয়ে নিয়েছে। তবে এবার নেটওয়ার্কের এই দৌরে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL ও থেমে থাকেতে রাজি নয়, তাই এবার এয়ারটেল (Airtel), জিওর (Jio)

পর 5G পরিষেবা পাওয়া যাবে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL 5G)-এর থেকেও। এছাড়াও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ইতিমধ্যে জানান BSNL-এর 5G পরিষেবা শুরুর প্রসঙ্গে বড়সড় তথ্য।

এ প্রসঙ্গে টেলিকম রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব যা বলেনঃ 

এই প্রসঙ্গে কেন্দ্রীয় টেলিকম ও রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব জানিয়েছেন, 4G থেকে শীঘ্রই 5G পরিষেবাতে উন্নীত করা হবে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL) কে। সিআইআই-এর এক অনুষ্ঠানে টেলিকম মন্ত্রী জানান, এখানেই শেষ নয়। পিটিআইয়ের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, অশ্বিনী বৈষ্ণব বলেছেন ৫ থেকে ৭ মাসের মধ্যে ১.৩৫ লক্ষ টেলিকম টাওয়ারে BSNL-এর 5G পরিষেবা চালু করা হবে। য়ার জন্যই সারা দেশে লক্ষাধিক টাওয়ারের মাধ্যমে এই পরিষেবা শুরু করতে চলেছে সংস্থা। অর্থাৎ, প্ৰথম থেকেই ভালো প্রস্তুতি নিয়ে এই ক্ষেত্রে পদার্পণ করবে BSNL। এখনও পর্যন্ত এই বিপুল সংখ্যক টাওয়ার দেশের অন্য কোনও কোম্পানির  মূলত, দেশীয় প্রযুক্তিকে উন্নত করতে টেলিকম উন্নয়ন খাতে বছরে ৪০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগে বছরে এই পরিসংখ্যান ছিল ৫০০ কোটি টাকা।

টেকনোলজি ফান্ডটিকে আরো বাড়াবে সরকারঃ

সবার প্রথমেই টেকনোলজি ফান্ড প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BSNL-এর তরফে 5G টেস্টিংয়ের জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর কাছে প্রয়োজনীয় ইক্যুইপমেন্টের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এদিকে, মন্ত্রী জানিয়েছেন যে, ভারতের প্রত্যন্ত অঞ্চলেও BSNL-এর 5G পরিষেবা সরবরাহ করা হবে। 

ভুল করে অন্য UPI-তে টাকা পাঠালে ফেরত পাবেন কিভাবে? বিস্তারিত জানাল RBI

যার ফলে সাধারণত মানুষের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে ইতিমধ্যেই । বৈষ্ণবের মতে, টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডের জন্য এখন প্রতি বছর ৫০০ কোটি টাকার বাজেট নিয়ে আসা হচ্ছে। তবে সেটি ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে আইফোনে এয়ারটেলের 5G পরিষেবা চালু হয়ে যাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সমস্যের মধ্যে।

 ভারতে এয়ারটেলের 5G সার্ভিস পাওয়া যাবে 4G পরিষেবার খরচে। তবে এয়ারটেল(Airtel) 5G পেতে হলে গ্রাহকদের ঠিক কত টাকা দিতে হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। শোনা গিয়েছে, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে এয়ারটেল (Airtel) কর্তৃপক্ষ তাদের নেক্সট জেনারেশন সার্ভিসের খরচ সম্পর্কে জানাবে।

Leave a Comment