বর্ডার সিকিউরিটি ফোর্সে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলছে। মাসিক বেতনে ৩৫৪০০ টাকা থেকে শুরু। শীঘ্রই আবেদন করুন। BSF Recruitment 2023

সমস্ত BSF প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের জন্য আবারো দারুন একটি সুখবর কোনোনা ইতিমধ্যেই বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রক, ভারত সরকারের তরফে এক বিরাট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী সকল প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

ইতিমধ্যেই প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া আগামী ১৪ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়া কোনো টাই আর চালু থাকবে না। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত খুটিনাটি সম্পর্কে।

ভারতীয় নৌবাহিনীতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক পাশ। Indian Navy Job 2023

মোট শূন্যপদঃ

এই নিয়োগের জন্য মোট শূন্য পদ রয়েছে ২৩ টি। চলুন দেখে নেওয়া যাক সেই পদ গুলি কী নিচে বিস্তারিত দেওয়া হলো –

★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ

এই বিএসএফ ফোর্স নিয়োগে মূলত যে সমস্ত পদেই কর্মী নেওয়া হবে তা হল-

১) ইনস্পেক্টর (আর্কিটেক্ট) – ১টি পদ

২) সাব-ইনস্পেক্টর (ওয়ার্কস) – ১৮টি পদ

৩) জুনিয়র ইঞ্জিনিয়ার / সাব-ইনস্পেক্টর (ইলেকট্রিক্যাল)- ৪টি পদ

★শিক্ষাগত যোগ্যতাঃ

এই প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যোগ্য প্রার্থীদের নিম্নোক্ত যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

ইনস্পেক্টর (আর্কিটেক্ট):

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ আর্কিটেক্ট (বি.আর্ক) ডিগ্রি পাশ থাকতে হবে। এবং ১৯৭২ -এর আর্কিটেক্টস অ্যাক্টের আওতায় কাউন্সিল অফ আর্কিটেকচারের রেজিস্ট্রেশন থাকা বাঞ্ছনীয়।

সাব-ইনস্পেক্টর (ওয়ার্কস):

কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স অবশ্যই থাকতে হবে।

জুনিয়র ইঞ্জিনিয়ার / সাব-ইনস্পেক্টর (ইলেকট্রিক্যাল):

কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

শারীরিক গঠন
★পুরুষঃ

উচ্চতা: ১৬৫ সেন্টিমিটার ১৫০ সেন্টিমিটার

ছাতি: ৭৬ সেন্টিমিটার (প্রসারিত নয়) ৮১ সেন্টিমিটার (প্রসারণের পর)

ওজন: উচ্চতা অনুযায়ী ৪৬ কেজি-র কম নয়

★মহিলাঃ

উচ্চতা: ১৫৭ সেন্টিমিটার

ছাতি: প্রযোজ্য নয়

ওজন: উচ্চতা অনুযায়ী ৪৬ কেজি-র কম নয়।

কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় নৌবাহিনীতে সেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন আবেদন পদ্ধতি │Indian Navy Job 2023

আবেদন পদ্ধতি

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তিন ধাপে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রথমে বিএসএফ ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। তার পর অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।

১) ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (ওটিআর)।

২) অনলাইন অ্যাপ্লিকেশন ফিলিং (স্ক্যান করা এবং সেলফ-অ্যাটেস্টেড নথি আপলোড)।

৩) অনলাইন পরীক্ষার ফি প্রদান।

★মাসিক বেতনের পরিমানঃ

ইনস্পেক্টর (আর্কিটেক্ট): ৪৪৯০০ – ১৪২৪০০ টাকা

সাব-ইনস্পেক্টর (ওয়ার্কস): ৩৫৪০০ – ১১২৪০০ টাকা

জুনিয়র ইঞ্জিনিয়ার / সাব-ইনস্পেক্টর (ইলেকট্রিক্যাল): ৩৫৪০০ – ১১২৪০০ টাকা

★বয়স সীমাঃ

১৪ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে- সবোর্চ্চো ৩০ বছরের মধ্যে।

আবেদনের শেষ তারিখ

আগামী ১৪ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

written by- Dulal Roy

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment