রাজ্য সরকারের নতুন স্কিম। এবার থেকে BPL রেশন কার্ড থাকলেই মিলবে বাড়ি ঠিক করার জন্য নগদ টাকা।  কি ভাবে পাবেন জানুন বিস্তারিত। BPL Ration Card

BPL Ration Card -ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি সামাজিকভাবে পিছিয়ে পড়া এবং দরিদ্রদের জন্য বেশ কয়েকটি অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা এবং কর্মসূচি চালু করেছে। কেন্দ্রীয় সরকার  সাধারণ মানুষদের সুবিধা প্রদান করে যেমন কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ/কৃষক বন্ধু সুবিধা, ছাত্রদের জন্য বিভিন্ন বৃত্তি, সমাজের সবচেয়ে দরিদ্র বিপিএল কার্ডধারীদের জন্য আবাস যোজনা টেকসই আবাসন।

এই মুহূর্তে, একটি খবরের শিরোনাম ভাইরাল হচ্ছে বলে মনে হচ্ছে। একের পর এক সাড়া দেন সর্বস্তরের মানুষ। সম্প্রতি, বিভিন্ন মিডিয়া রিপোর্ট করেছে যে তাদের রেশন কার্ড থাকলেই সরকার ৮০ হাজার টাকা দেবে। খবরের সত্যতা যাচাই করুন। তদন্তে সত্য হলে বোঝা যায় যে হরিয়ানা সরকার গরিবদের ঘর মেরামতের জন্য ৮০ হাজার টাকা বিতরণ করবে। এমনই সর্বশেষ খবর সম্প্রতি বড় বড় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আম্বেদকর আবাস নবীনিকরণ যোজনা এর আওতায় হরিয়ানা রাজ্যে বসবাসকারী বাসিন্দাদের বাড়ি মেরামত করার জন্য ৮০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে উক্ত রাজ্য সরকারের তরফে। এই প্রকল্পের অধীনে কারা কারা সুবিধা পাবেন? প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন? কি কি নথি প্রয়োজন সমস্ত কিছু বিস্তারিত জানতে এই প্রতিবেদটি শেষ পর্যন্ত পড়ুন। 

চলুন দেখে নেওয়া যাক আম্বেদকর আবাস নবীনিকরণ যোজনায় কারা আবেদন করতে পারবেনঃ

১) এই প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী কে অবশ্যই হরিয়ানা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।


২) আবেদনকারীর অবশ্যই বিপিএল রেশন কার্ড থাকতে হবে। অর্থাৎ আবেদনকারী কে দরিদ্র সীমার নীচে বসবাসকারী তালিকাভুক্ত হতে হবে।


৩) কেবল তপশিলি ও ওবিসিরাই এই Ambedkar Awas Navinikaran Yojana তে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।


৪) মেরামত যোগ্য বাড়িটি এই প্রকল্পে আবেদনকারীর নামে হতে হবে এবং কমপক্ষে বাড়িটি ১০ বছরের পুরনো হতে হবে।

IRCTC এর এই দুর্দান্ত পরিষেবায় সকল গ্রাহকদের মিলবে বিনা পয়সায় ট্রেনের টিকিট l কিন্তু কিভাবে জানুন পদ্ধতি l

যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে এই যোজনায়ঃ

আম্বেদকর আবাস নবীনিকরণ যোজনার আওতায় যোগ্য আবেদনকারীরা বাড়ি মেরামতের জন্য ৮০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে হরিয়ানা রাজ্য সরকারের তরফে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

১) সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)।

২) BPL তালিকাভুক্ত রেশন কার্ড।

৩) জাতিগত শংসাপত্র।

৪) মেরামত যোগ্য বাড়ির সাথে আবেদনকারীর এক কপি ছবি।

৫) আবেদনকারীর বাড়ির মালিকানার প্রমাণপত্র।

৬) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য।

আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ

সবার প্রথমে LINK ওয়েব এর হোমপেজে এসে New User? Register Here এ যান। এরপর Login করে Application Link এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। আবেদনের সময় প্রয়োজনীয় নথি নির্দিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি স্বরূপ ত্রিশ টাকা অনলাইন পেমেন্ট করলেই আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

Leave a Comment