গত বছর ২০২২ সালে সমগ্র বিশ্বব্যাপী বিভিন্ন ব্যবসায়ী সহ কোম্পানি গুলোর পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে পড়েছিল।পার্শবর্তী দেশ যেমন শ্রীলংকা, তুরস্ক, পাকিস্তান এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থাও ডুবে গিয়েছে। এমনকি ইলন মাস্ক নিজে দুনিয়ার শীর্ষ ধনী ব্যক্তির আসন হারিয়েছেন। কিন্তু গৌতম আদানি একেবারেই ব্যতিক্রম।
যেখানে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেখানে আদানি কীভাবে পৌঁছলেন এই উচ্চতায়,গৌতম আদানির এই বিরাট সাফল্যের পিছনের রহস্য জানার জন্য আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মাসে কেবলমাত্র ১৪৫৮ টাকা জমিয়ে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি!│জেনে নিন এই বিনিয়োগের পদ্ধতি।
‘আপ কি আদালত’ নামক এক টিভি শোতে আদানি নিজেই এই উত্তর দিয়েছেন। তিনি ‘আপ কি আদালত’-এ দাঁড়িয়ে তার সাফল্যের রহস্য বর্ণনা করেন। গৌতম আদানি তার সাফল্যের জন্য দাবি করেন তার কঠোর এবং কঠিন পরিশ্রমকে।গৌতম আদানির কথায়, ‘সাফল্যের কোনো শর্টকাট নেই। আপনি ভালো উদ্দেশ্য এবং কঠোর পরিশ্রমের সাথে নিয়ে কাজ করুন, এরপর বাকিটা সর্বশক্তিমান অর্থাৎ ঈশ্বরের উপর ছেড়ে দিন, এটাই একমাত্র রাস্তা’।
তাছাড়া গৌতম আদানি গ্র্রুপ তাদের গ্রোথের জন্য ভারতের উন্নতিকেও দায়ী করেন।গৌতম আদানি বলেছেন, দেশ এত বড় উন্নতির পথে রয়েছে যে, আগামী ২০-৩০ বছরে ভারতবর্ষ যেখানে পৌঁছবে সেটা সারাবিশ্বকে অবাক করে দিবে। আর একইসাথে বেড়ে চলবে দেশের কোম্পানিগুলো। সেখানে তিনি তার নিজের পড়াশোনা নিয়েও জানিয়েছেন।
তিনি আরও বলেছেন যে, ১৫ বছর বয়সে মাধ্যমিক পাস করেই তাকে মুম্বাই চলে যেতে হয় পারিবারিক ব্যাবসার কাজে। পড়াশোনা করার ইচ্ছে থাকলেও সেই শখ সম্পূর্ন হয়নি তার। নিজের সাফল্যের পিছনে বাকিদেরও অবদানের কথা দাবি করেছেন তিনি। তার, ‘জীবনের বিভিন্ন সময়ে অনেকেই আমাকে সমর্থন করেছেন। আজ আমি যা আছি তাদের জন্যই।
অনলাইনের মাধ্যমে কোনো রকম পুঁজি ছাড়াই ঘরে বসে ইনকাম করুন মোটা অঙ্কের টাকা l কিন্তু কি ভাবে জানুন পদ্ধতি l Earn Money Online
পড়াশোনা বাদ দেওয়ার আক্ষেপ তার মধ্যে আজও রয়ে গেছে । এক প্রশ্নের জবাবে গৌতম আদানি বলেছেন, বিভিন্ন কারিগরি বিষয় এবং গণিতে খুবই স্মার্ট ছিলেন তিনি। কিন্তু পড়াশুনা বাদ দেওয়ার আক্ষেপটা আজও রয়ে গেছে তার কাছে। চাইলেও সেই সময় পড়াশোনার পথ বেছে নিতে পারেননি আদানি। তিনি বলেন, পড়াশোনা করতে পারলে আজকের থেকে হয়তো আরো ভালো কিছু করতে পারতেন তিনি।
written by- subir barman
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।