পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীর জন্য আবারো দারুন একটি খুশির খবর, কেননা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক শুন্যপদে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ (Bandhan Bank job) হতে চলেছে। বেকার যুবক যুবতীদের মধ্যে অনেকের স্বপ্ন থাকে ব্যাংকে চাকরি পাওয়ার।
এখন সেই স্বপ্ন একটু পরিশ্রম এবং শিক্ষার মাধ্যমে পূর্ণ হতে চলেছে। ব্যাংকে চাকরি একটি আকর্ষণীয় কর্মস্থল যেখানে কর্মীদের সুবিধাজনক সুযোগ এবং সুখবর্তী বেতন প্রদান করা হয়। বর্তমানে ব্যাংক চাকরি করডে যেতে হলে বেশির ভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক উচ্চশিক্ষার প্রয়োজন হয়।
সুতরাং, প্রথমেই এই বিষয়টি মনে রাখতে হবে যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মাধ্যমে ব্যাংক চাকরি পাওয়া সম্ভব। দ্বিতীয়তঃ ব্যাংক চাকরি করতে চাইলে প্রয়োজনীয় যে কৌশলগুলি আছে তা জানতে হবে। এই ক্ষেত্রে নিয়মিত বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স এবং ওয়েবিনার অনুষ্ঠিত হয় যার মাধ্যমে আপনি ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করার, তাহলে আর দেরি না করে এই চাকরি সমন্ধে বিস্তারিত জেনে নিন।
★মূলত যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ
সাধারণত অফিস স্টাফ ও দলের কাজে মূলত কর্মী নিয়োগ (Bandhan Bank job) করা হয়ে থাকে।
তবে তাছাড়াও আরও কিছু পদ রয়েছে যা পূরণ করা হবে।
1) Administration,
2) Agri Business,
3) Analytics/BIU/Corporate Strategy,
4) Audit,
5) Banking Operations & Customer Services, 6)Branch Banking,
7) Compliance,
8) Corporate Salary, 9)Corporate Services,
10) Digital Banking,
11) Finance & Accounts,
12) Housing Finance,
13) Human Resources,
14) IT,
15) Legal/Vigilance,
16) Marketing,
17) Micro Banking,
18) Outdoor Collector,
19) Indoor Staff,
20) Retail Assets,
21) Risk,
22) SME & MSME Banking,
23) Trade Finance,
24) Treasury,
25) Wholesale Banking,
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনি “ক্যারিয়ার” অপশনে ক্লিক করতে পারেন এবং তারপরে পছন্দমত পদের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আবেদন ফর্ম খুলে যাবেন এবং তারপরে নির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে, যেমন নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ইত্যাদি। আপনি আপনার রিজিউমের কপি আপলোড করতে পারেন বা সরাসরি অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন। এরপর সব প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর আপনার আবেদনটি সম্পন্ন হবে।
★শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চ যোগ্যতা থাকলেও বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
★প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
সকল আবেদনকারী প্রার্থীকে সবার প্রথমে Resume বানাতে হবে। তার সঙ্গে সঙ্গেই নিজের সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে। Resume-এ আধার কার্ড,ভোটার কার্ড,এডমিট কার্ড, সমস্ত যোগ্যতার মার্কসিট সহ অভিজ্ঞতা থাকলে সব কিছু উল্লেখ করতে হবে।Resume-এ আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে ভুলবেন না।
★নিয়োগ পদ্ধতিঃ
সকল প্রার্থীর Resume দেখে কিছুদিনের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। Resume এর ভিত্তিতে প্রার্থীর উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ-এ পাশ করলে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে কাজে নিযুক্ত করা হয়।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।