বর্তমান সময়ে যেকোনো ভারতীয় নাগরিক অসংগঠিত কর্মক্ষেত্রে যুক্ত ১৮-৪০ বছরের মধ্যে যে কোন মানুষ ও যে কোন নাগরিক নিজের পরিবারের জন্য নির্দিষ্ট একটি টাকার ব্যবস্থা করতে পারেন এই অটল পেনশন যোজনার মধ্য দিয়ে। তবে দেখা গিয়েছে যে ইতিমধ্যেই সমস্ত নাগরিকদের জন্য সরকারের তরফে বিভিন্ন রকমের প্রকল্প সরবরাহ করে থাকেন।
তেমনি এবার অটল পেনশন যোজনার মধ্য দিয়ে টাকা জমানোর সুযোগ রয়েছে। যে যোজনার মাধ্যমে প্রত্যেকটি মানুষ বয়স্ক কালে পেনশন কে সুনিশ্চিত করার জন্য প্রতিমাসে কিস্তি দেওয়া হয় এবং একটি সময়কালে বন্ধ করে আবেদনকারীর 60 বছরের হলে সেই পেনশন প্রতি মাসে এক হাজার থেকে 5 হাজার পর্যন্ত সরকারের মাধ্যমে অটোমেটিক চালু হয়ে যায়।
এবার প্রবীণ নাগরিকদের জমার সীমা বেড়ে হল ৩০ লক্ষ টাকা, জানুন বিস্তারিত│Senior Citizen Savings Scheme 2023
★আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ
আপনি যদি অটল পেনশন যোজনা অনলাইন আবেদন করতে চাইছেন তাহলে আপনার নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। ভারতে প্রায় সমস্ত ব্যাংকের মাধ্যমেই আপনারা atal pension yojana অনলাইনে রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারেন। তাছাড়া আপনি CSC সেন্টারে গিয়ে যেকোন ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনি স্কিমের জন্য atal pension yojana online apply করতে পারবেন।
★অটল পেনশন যোজনায় কারা কারা থাকছেন দেখে নিনঃ
মূলত যারা পেনশন ভোগি নয় এমন নির্মাণ কর্মী, যেমন ডেলিভারি বয়, কৃষক ইত্যাদি ওয়ার্কার যারা কোন অর্গানাইজেশন এর কাজ করে না এমন ব্যক্তিরা এর সুবিধা পেতে পারে।
★APY অফলাইন আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিনঃ
যে সকল ব্যক্তিরা অনলাইনে মাধ্যমে আবেদন না করতে পারেন তারা অবশ্যই তাহলে আপনার ব্যাংকের ব্রাঞ্চ গিয়ে অটল পেনশন যোজনা সম্বন্ধে যোগাযোগ করুন এবং এই পেনশন যোজনা আবেদন করার জন্য একটা ফর্ম ফিলাপ করে জমা দিলেই আপনার পেনশন যোজনা অংশ নিতে পারবেন।
★অটল পেনশন যোজনা ফর্ম ডাউনলোড যেভাবে করবেনঃ
এই ফরমটি ডাউনলোড করার জন্য আপনি প্রথমে যেকোনো ব্রাউজার এ গিয়ে টাইপ করবেন APY FORM DOWNLOAD দিয়ে সার্চ দিবেন রেজাল্টের প্রথম অপশন এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন বা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
এইবার ভারত সরকার CGHS-কে একত্রিত করতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে, জানুন বিস্তারিত বিষয় │Central Government Health Scheme 2023
★অটল পেনশন যোজনার আওতায় আসতে গেলে যে সমস্ত যোগ্যতা আপনার থাকতে হবেঃ
১) আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
২) ভারতের স্থায়ী নাগরিক অবশ্য প্রয়োজন।
আবেদনকারীকে কুড়ি বছর পর্যন্ত কিস্তি দিতে হবে।
৩) আবেদনকারীর ব্যাংক একাউন্ট নিজের নামে থাকতে হবে এবং আধার কার্ড লিঙ্ক করা অবশ্য থাকতে হবে।
৪) আবেদনকারীর মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজনীয়।
written by Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।