Student Credit Card : রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলো নবান্ন। কারন ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়ে ছিল যে তারা পুনরায় আবার ক্ষমতায় ফিরলে ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে,আর সেই কথাকেই এবার বাস্তবায়িত করতে চলেছে রাজ্য, আর ঠিক তাই এবার সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সমস্ত ছাত্র ছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় আরো বেশি শিক্ষিত হতে পারে ঠিক সেই কারনেই রাজ্য সরকারের দেওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।
আর বর্তমানে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমেই ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক লোন পাবে সমস্ত ছাত্রছাত্রীরা। আর যেই লোনের গ্যারেন্টার থাকবে খোদ রাজ্য সরকার। বিধানসভা ভোটে জিতে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠনের পর প্রতিশ্রুতি মতোই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ছাত্রছাত্রীদের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি শুরু করে দিয়েছিল। তবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে প্রথমদিকে ব্যাঙ্কগুলি সমস্যা করলেও রাজ্য সরকারের লাগাতার প্রচেষ্টার ফলে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে অনেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে উচ্চশিক্ষায় যোগ দিয়েছে বলেই রয়েছে খবর।
তবে জানা গিয়েছে,এখনও পর্যন্ত প্রায় ৩৮০০০ জনকে লোন দেওয়া সম্ভব হয়েছে। এই টাকার পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকার কাছাকাছি। এখনও প্রায় ২১ হাজার অনুমোদন পড়ে আছে। সেই নিয়েও খুব শীঘ্রই তৎপর হবে রাজ্য। অমিত মিত্র জানিয়েছেন, আবেদনকারীর সংখ্যা ইতিমধ্যেই ২ লক্ষ ছাড়িয়েছে। আরও আবেদনপত্র পড়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রেই লোন দেওয়া গতি বাড়াতে চাইছে রাজ্য।
Madhyamik Exam 2023 নিয়ে নয়া নির্দেশিকা জারি l এই নির্দেশিকা না মানলে নেওয়া হবে কঠোর ব্যাবস্থা l
২০২৩ সালের ১৫ জানুয়ারির মধ্যেই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের এডুকেশন লোন পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা গিয়ে দাঁড়াবে ৮২ হাজারে। যারা এই লোন পাওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছে, তাদের মধ্যে এই দফায় যাদের এডুকেশন লোন দেওয়া হবে সেই তালিকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলি থেকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন করিয়ে নেবে বলেও অমিত মিত্র জানান।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।