সমস্ত গ্রাহকের জন্য SBI দুর্দান্ত এক পরিষেবা নিয়ে এলো l এবার বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে হবে ব্যাংকের সমস্ত কাজ ।

ইতিমধ্যেই ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক SBI  অর্থাৎ( State Bank Of India) গ্রাহকদের পেনশন নিয়ে এক বিরাট ঘোষণা করল। আর যেখানে ব্যাংকের তরফে বলা হলো,যে এবার থেকে আর পেনশনভোগী প্রবীণদের ব্যাঙ্কে গিয়ে জীবন প্রমাণপত্র অর্থাৎ (Life Certificate)

জমা দেওয়ার কোনো রকম বাধ্যতামূলক ব্যাপার থাকলো না। 

তবে বিগত দিনগুলিতে ব্যাংকের নিয়মাবলী ছিল যারা পেনশনভোগী রয়েছেন তারা জীবিত রয়েছেন কিনা তার যথাযথ প্রমাণ দিতে হতো ব্যাংকের শাখায় গিয়েই। যার জন্য ইতিমধ্যেই আগামী ৩০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা অনুযায়ী সমস্ত গ্রাহকদের জীবন প্রমাণপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু এবার SBI ব্যাংকের তরফে এই প্রসঙ্গে  এক আমূল পরিবর্তন নিয়ে আসা হলো প্রবীণ গ্রাহকদের জন্য।

 আর যে কারণেই সমস্ত বয়স্ক ব্যক্তিদের সুবিধার কথা মাথায় রেখেই  স্টেট ব্যাংক ভিডিও কলের মাধ্যমে শংসাপত্র জমা নেওয়ার এক নতুন পন্থা চালু করল। আর আপনাকে এই সুবিধার পেতে কেবল মাএ SBI এর মোবাইল অ্যাপ অথবা https://www.pensionseva.sbi/PDF/HelpDocumentVLC.pdf এ লিঙ্কে যেতে হবে।

আর সেখান থেকেই আপনি ভিডিও কলের মাধ্যমে শংসাপত্র জমা দিতে পারবেন, ব্যাংকের শাখায় না গিয়েই, আর এই সুযোগ আপনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, আর যার জন্য  কোনরকম খরচও করতে হবে না গ্রাহকদের। 

তবে ব্যাংকের তরফে জানানো হয়েছে এই অনলাইন ভিডিও কল পন্থা যা বর্তমানে একটি অত্যন্ত নিরাপদ এই পরিষেবাও। আর এই ভিডিও কলের মাধ্যমে যেকোনো রকম কাজ আপনি খুব সহজেই এবং খুব দ্রুত করে ফেলতে পারবেন তাও সেটা আবার নিজের বাড়িতে বসেই। তবে এর আগে শুধু মাএ সাধারণ পেনশনভোগীরাই এই সুবিধা পেতেন। 

Income Tax New Rules। প্যান কার্ড থাকলে শীঘ্রই করতে হবে এই কাজ, দেরি করলেই হতে পারে ১০০০ টাকা জরিমানা।

কিন্তু এবার থেকে পারিবারিক পেনশনভোগীরাও এই সুবিধা পেতে চলছেন। তবে ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে,যে ভিডিয়ো কলের মাধ্যমে জীবন প্রমাণপত্র জমা দেওয়া যাবে। আর গত ২৯ অক্টোবর এই সংক্রান্ত সিদ্ধান্ত টুইট করে জানিয়েছে এসবিআই SBI নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। ব্যাঙ্কের তরফে এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে, video life certificate । স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই এই সুবিধা পাওয়া যাবে। সঙ্গে আধার ও ফোন নম্বর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। 

★এই সুবিধা পেতে গ্রাহকদের যে কাজগুলি করতে হবেঃ

প্রথমে স্টেট ব্যাঙ্কের পেনশন সংক্রান্ত ওয়েবসাইটে (www.pensionseva.sbi) যেতে হবে। এর পরে ‘ভিডিয়ো এলসি’ অপশন বেছে নিতে হবে। এখানেই দিতে হবে পেনশন এর অ্যাকাউন্টের নম্বর। তার আপনার কাছে আসবে একটি ক্যাপচা কোড আর সেই ক্যাপচা পূরণের পরেই সংশ্লিষ্ট ফোনে ওটিপি আসবে। 

আর  তা ব্যবহার করলে একটি নতুন পাতা খুলে আসবে আপনার সামনে। সেখানে ‘স্টার্ট জার্নি’ লেখার ওপর ক্লিক করতে হবে।এর পরেই আপনাকে‘আই অ্যাম রেডি’লেখায় ক্লিক করতে হবে। এই সময় হাতের কাছে অবশ্যই রাখতে হবে  প্যান কার্ড বা প্যান কার্ড নম্বর । আর এই সমস্ত কিছু মিটে যাওয়ার পরেই তৎক্ষণাৎ স্টেট ব্যাঙ্কের প্রতিনিধির সঙ্গে ভিডিয়ো কল শুরু হযে যাবে । 

এই সময়ে আপনার ফোনে আসা চার সংখ্যার ভেরিফিকেশন ওটিপি নম্বরের সঙ্গে ব্যাঙ্ক প্রতিনিধি তাঁর কম্পিউটারে দেখানো নম্বর মিলিয়ে নেবেন। আর ঠিক তারপরই তিনিই গ্রাহকের হাতে প্যান কার্ড ধরা অবস্থায় একটি ছবি তুলে নেবেন। আর সেই ছবিটিই হবে যাবে আপনার জীবন প্রমাণপত্র অথবা Life Certificate 

★পারিবারিক পেনশন ভোগীর আওতায় কারা কারা আসবেনঃ

পারিবারিক পেনশনভোগীরা হলেন সেই সমস্ত মানুষ যারা একজন কর্মচারী বা পেনশনভোগীর মৃত্যুর পর পেনশন পান। পারিবারিক পেনশনভোগীদের মধ্যে সাধারণত একজন মৃত কর্মচারী বা পেনশনভোগীর স্ত্রী ও সন্তান অন্তর্ভুক্ত থাকে।

এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।

Leave a Comment