নতুন বছর শুরুর সাথে সাথেই Airtel তাদের একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল গ্রাহকদের সামনে। আর এই নতুন প্রিপেড প্ল্যানের জন্য সমস্ত কাস্টমারদের মাত্র ৩৫ টাকা খরচ করতে হবে। আর ৩৫ টাকার এই Airtel প্রিপেড প্ল্যানটি শুধু মাত্র মোবাইল অ্যাপ থেকে রিচার্জ করা যাবে।
তবে আপনাদের জানিয়ে রাখি যে এটি হল একটি ডেটা-ওনলি ভাউচার, যার স্ট্যান্ডআলোন ভ্যালিডিটি রয়েছে। বর্তমানে আপনার কাছে থাকা কোনও ডেটা প্যাকের অফার বুস্ট করার জন্যই এই এয়ারটেল প্ল্যানটি বাজারে নিয়ে এসেছে এয়ারটেল। তবে এই প্ল্যানটি যেহেতেু ডেটা ওনলি প্যাক, তাই এখানে ডেটা ছাড়া আর অন্য কোনও সুবিধা পাওয়া যাবে না।
Airtel DTH সেট-টপ বক্স l আপগ্রেড করার সময় এবং ধামাকাদার অফার সম্পর্কে জেনে নিন।
★Airtel-এর 35 টাকার নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিনঃ
এই ৩৫ টাকার Airtel রিচার্জ প্ল্যানের মুল ভ্যালিডিটি মাত্র ২ দিন। আর এই প্ল্যানটিতে গ্রাহকদের 2GB ডেটা অফার করা হবে। অর্থাৎ এই প্রিপেড প্যাকে আপনাকে প্রতি GB-র জন্য 17.5 টাকা খরচ করতে হবে।
সেই দিক থেকে দেখতে গেলে 2GB ডেটার জন্য এই খরচ অনেকটাই বেশি। তবে আপনি যদি 19 টাকার Airtel প্ল্যান প্রতিনিয়ত রিচার্জ করেন, যাতে 1GB করে ডেটা অফার করা হয়, সেই নিরিখে 2GB ডেটার হিসেবে 35 টাকা খরচা সামান্য কম।
Airtel-এর 35 টাকার রিচার্জ প্ল্যানটি সেই সব কাস্টমারদের জন্য খুব সহায়ক হবে, যাঁরা 1GB ও 3GB-র পরিবর্তে স্রেফ 2GB ডেটার প্রয়োজন। এখন কেউ যদি Airtel-এর কাছ থেকে 3GB ডেটা চান, তাহলে তাঁর জন্য রয়েছে 58 টাকার একটি ডেটা ওনলি প্যাক।
বাজারে 5G নেটওয়ার্ক চলে আসতেই বেহাল 4G নেটওয়ার্ক , অভিযোগের ঝড় প্রত্যহ বাড়ছে Jio ও Airtel গ্রাহকদের।
এখন যাঁরা 5G পরিষেবা ব্যবহার করছেন, তাঁদের জন্যও এই প্ল্যানটি সেরা হতে পারে। কারণ, 4G থেকে যাঁরা নিজেদের 5G-তে আপগ্রেড করছেন, খুব দ্রুত তাঁদের ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে।
★Airtel- এ ৩৫ টাকা ছাড়াও অন্যান্য ডেটা প্যাক গুলি দেখে নিনঃ
Airtel এর ডেটা ভাউচার শুরু হচ্ছে মাএ ১৯ টাকা থেকেই, যাতে Airtel এর তরফে 1GB ডেটা অফার করা হয়ে থাকে । আর ঠিক তারপরই এসে গেল এই নতুন ৩৫ টাকার ডেটা ভাউচার। সম্প্রতি Airtel 65 টাকার একটি প্ল্যান লঞ্চ করেছিল, যাতে 4GB ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। 100 টাকার মধ্যে আরও একটি ডেটা ওনলি প্ল্যান রয়েছে এয়ারটেলের। 98 টাকার সেই ডেটা প্যাকে 5GB ডেটা পেয়ে যাবেন কাস্টমাররা।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।