Airtel -এবার তাদের নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়ে গেল। এই প্ল্যানে সমস্ত গ্রাহকরা মাত্র 35 টাকাতেই এখন পেয়ে যাবেন এই প্রিপেইড রিচার্জ প্ল্যান। সমস্ত গ্রাহকরা এবার অল্প দামে পাবে ভালো সুবিধা। আর এই মুহূর্তে অধিকাংশ মানুষই মোবাইলে রিচার্জ প্ল্যান খুঁজতে গেলে সবার প্রথমেই খোজেন কোন প্ল্যানে সব থেকে বেশি পরিমাণে ইন্টারনেট ডাটা পাওয়া যায়,তাও আবার সেটা একদম কম খরচে সেই ধরনের প্ল্যানের খোঁজ করেন।
তাদের জন্য এয়ারটেলের এই প্ল্যানটি একেবারে সটিক। আর তারা এই রিচার্জ নিজ মোবাইল অ্যাপ থেকেই করতে পারবেন। তবে মনে রাখবেন এই রিচার্জ তাঁরা কোনও টকটাইম পাবেন না। কেবল ডেটা পাবেন। আপনি যদি আপনার কোনও রিচার্জকে বুস্ট করতে চান তাহলে তার জন্য এটিকে ব্যবহার করতে পারেন। এখানে শুধু মাত্র ডেটা পাবেন।
দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel New Recharge Plan এর এই ৩৫ টাকা দামের প্ল্যান যারা মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করেন তারা হয়ত এই প্ল্যানটি অলরেডি পেয়েও গিয়েছেন। তবে আপনাদের আগেই জানিয়ে রাখি যে, এয়ারটেলের এই ৩৫ টাকার প্ল্যানটি একটি ডেটা অনলি ভাউচার।
এই প্ল্যানে ডেটা ও ২দিনের ভ্যালিডিটি ছাড়া অন্য কোনো সুবিধা পাওয়া যাবে না। গ্রাহকেরা হঠাৎ ব্যবহারের সময় ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলে কাজ চালানোর জন্য এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এবার এয়ারটেলের এই Airtel New Recharge Plan 4G Data Voucher টির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
★এয়ারটেলের এই রিচার্জে কত দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে দেখিনিঃ
airtel এর ৩৫ টাকার ডেটা অনলি ভাউচার প্ল্যানটি ২ দিনের জন্য বৈধ। এতে মোট 2GB Data পাওয়া যাবে। এর আগে এরকম ধরনের কোনো ডেটা অনলি ভাউচার এয়ারটেলের ছিল না। যেটি রিচার্জ করলে 2GB Data পাওয়া যায়। সেই কারণে যে সমস্ত গ্রাহকেরা এই ২ জিবি ডেটা প্যাকের খোঁজ করছেন, তাদের পক্ষে এই প্ল্যানটি যথেষ্ট লাভজনক। এই ডেটা প্ল্যান ব্যবহারের জন্য ইউজারদের প্রতিদিন ১৭.৫ টাকা খরচ করতে হবে।
★Airtel এর সবচে সস্তা প্ল্যানঃ
বর্তমানে Airtel New Recharge Planএর ডেটা অনলি ভাউচারের মধ্যে সবথেকে সস্তা প্ল্যান গুলির মধ্যে এই ১৯ টাকার প্ল্যান টি হল অন্যাতম। যেখানে একদিনের জন্য 1GB Data পাওয়া যায়। আর সেখানে এই নতুন ৩৫ টাকার ডেটা ভাউচার প্ল্যানে ২ দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যাবে।
৫৮ টাকা মূল্যের একটি 4G Data Voucher রয়েছে যেখানে ৩ জিবি ডেটা পাওয়া যায়। ৬৫ টাকা মূল্যের ডেটা ভাউচারে গ্রাহকরা 4GB Data পাবেন। তবে ৫৮ এবং ৬৫ টাকার Plan-এর নিজস্ব কোনো মেয়াদ নেই। সমস্ত ইউজাররা তাদের Airtel New Recharge Plan এর বৈধতা অনুযায়ী এগুলি ব্যবহার করতে পারবেন।
Written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।