এবার সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। কেনোনা ইতিমধ্যেই Airport তথা বিমানবন্দর বিভাগের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এছাড়াও একই সঙ্গে বেশ আরো কয়েকটি পদেই নেওয়া হবে কর্মী। আর এর সঙ্গেই প্রত্যেক কর্মীকে দেওয়া হবে মাসিক উচ্চ বেতন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে জারি হওয়া এই কর্মী নিয়োগের চাকরিতে যদি আবেদন জানাতে চান তবে আর দেরি না করে শীঘ্রই জেনে নিন এই নিয়োগের সমস্ত বিস্তারিত খুঁটিনাটি।
★যে সমস্ত পদে লোক নেওয়া হবেঃ
একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। যেমন, সিনিওর অ্যাসিসট্যান্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ), সিনিওর অ্যাসিসট্যান্ট (ফাইনান্স) এবং সিনিওর অ্যাসিসট্যান্ট (ইলেকট্রনিকস)।
স্নাতক পাশেই LIC তে অসংখ্য শূন্যপদে কর্মী নেয়া হচ্ছে । মাসিক বেতন ৫৩ হাজার টাকা থেকে শুরু । LIC JOB 2023
★আবেদন পদ্ধতিঃ
অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে। নিচে বিস্তারিত আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে।
- সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করে নিন।
- সেক্ষেত্রে www.aai.aero এই ওয়েবসাইট ভিজিট করে একাহনে CAREERS অপশনে ক্লিক করুন।
- এখানে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে অনলাইন রেজিষ্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
- অনলাইনে রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
- যাবতীয় সকল প্রকার ডকুমেন্ট যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
- এরপর যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে দিন।
- সবার শেষে সাবমিট করে অনলাইনের কাজ সম্পন্ন আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
★প্রয়োজনীয় ডকুমেন্টঃ
এই কাজে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে –
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
- স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
- সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
- বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
- রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
★শিক্ষাগত যোগ্যতাঃ
উপরে দেওয়া সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানাতে গেলে আপনাকে ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স ধারণ করে থাকতে হবে। সঙ্গে মাস্টার্স করে থাকলেও আবেদন যোগ্য। সেক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশন এ পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রাজ্যে জুড়ে স্বাস্থ্য বিভাগে ব্লকে ব্লকে কর্মী নেওয়া হচ্ছে l মাসিক বেতন ১৫,০০০ টাকা থেকে শুরু l WB Health job 2023
★মাসিক বেতনঃ
এই কাজে যুক্ত কর্মীদের মাসে ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে প্রদান করা হবে। সেক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 36,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
★প্রার্থীর বয়সসীমাঃ
উপরোক্ত পদে আবেদন জানাতে গেলে আপনার বয়স হতে হবে 30 বছরের নিচে। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের যেমন SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
★আবেদনের শেষ তারিখঃ
আগামী 20 জানুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হয়েছে।
written by dulal roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।