রাজের সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর কেননা ইতিমধ্যেই Agricultural Department-র পক্ষ থেকে বিশেষ একটি পোস্টে চাকরির নিয়োগের জন্য এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিটি জারি করেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচারের অফিস। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নিয়োগের সমস্ত বিস্তারিত খুটিনাটি সম্পর্কে।
★মূলত যে সমস্ত পদে এই লোক নেওয়া হবেঃ
কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত WTD লিভলিহুড (WTD- Livelyhood) পদেই কর্মী নেওয়া হবে।
★মোট শূন্যপদঃ–
৪০টি।
(১) SC – ৬টি,
(২) ST – ৩টি,
(৩) OBC – ১০টি,
(৪) EWS – ৪টি,
(৫) UN – ১৭টি।
★শিক্ষাগত যোগ্যতাঃ
গ্রাজুয়েশন ইন এগ্রিকালচার মার্কেটিং, এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট অথবা যে কোন আইন বিভাগীয় বিষয়ে ৬০% নাম্বারসহ স্নাতক হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
★বয়সসীমাঃ–
এই নিয়োগে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে, এবং একানে জাতিভিত্তিক বয়সের ছাড় রয়েছে।
★মাসিক বেতনের পরিমানঃ –
এই নিয়োগে কর্মরত কর্মীদের ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
★আবেদন পদ্ধতিঃ –
এই নিয়োগে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটের খুলে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন।
★আবেদনের শেষ তারিখঃ
এই নিয়োগে আবেদনের শেষ তারিখ হলো ০৬ এপ্রিল, ২০২৩।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।